Aishwarya Rai Bachchan Video: আরাধ্যার হাত শক্ত করে ধরায় ফের চরম ট্রোলের মুখে ঐশ্বর্য, দেখুন

ঐশ্বর্য কেন কন্যা আরাধ্যার হাত শক্ত করে ধরে থাকেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, রাই কেন সব সময় বিমানবন্দরে একই পোশাক পরেন? কেউ আবার বলতে শুরু করেন, ঐশ্বর্য সব সময় আরাধ্যার হাত এমনভাবে ধরে থাকেন, যাতে মেয়ে যেন তাঁর 'পার্সোনালাইজড ডল'। এভাবেও কটাক্ষ করা হয় অভিনেত্রীকে।

Aishwarya, Aradhya, Abhishek Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ জানুয়ারি: ফের ট্রোলের  মুখে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বিমানবন্দরে আরাধ্যার হাত শক্ত করে ধরে থাকায় ফের কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড (Bolywood) অভিনেত্রীকে।  ঐশ্বর্য কেন কন্যা আরাধ্যার (Aradhya)  হাত শক্ত করে ধরে থাকেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।  কেউ আবার বলতে শুরু করেন, রাই কেন সব সময় বিমানবন্দরে একই পোশাক পরেন? কেউ আবার বলতে শুরু করেন, ঐশ্বর্য সব সময় আরাধ্যার হাত এমনভাবে ধরে থাকেন, যাতে মেয়ে যেন তাঁর 'পার্সোনালাইজড ডল'। এভাবেও কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। আরাধ্যার পায়ে সমস্যা থাকতে পারে, সেই কারণে ঐশ্বর্য হয়ত সব সময় মেয়ের হাত এভাবে শক্ত করে ধরে রাখেন বলেও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে আরাধ্যার হাত কেন সব সময় মা ঐশ্বর্য ধরে থাকেন, তা নিয়ে একের পর এক কটাকষের মুখে পড়তে হয় নায়িকাকে।

আরও পড়ুন: Uorfi Javed: বিজেপি নেত্রীর অভিযোগ, ঊরফি জাভেদের মনে 'আত্মহত্যার' চিন্তা, ভয় নায়িকার

 

View this post on Instagram

 

প্রসঙ্গত এই প্রথম নয়, যখন আরাধ্যার বিষয়ে কটাক্ষ করা হয় ঐশ্বর্যকে।  জন্মদিনে মা কেন মেয়ের ঠোঁটে স্নেহের চুম্বন করেছেন, তা নিয়েও সমালোচনা করেন অনেকে।



@endif