IPL Auction 2025 Live

Adipurush: হনুমানজির মুখে বাজারচলিত সংলাপ, বিতর্কের চাপে সংলাপ বদলের সিদ্ধান্ত আদিপুরুষ নির্মাতাদের

আদিপুরুষের যে সমস্ত সংলাপ নিয়ে আপত্তি উঠেছে সেই সকল সংলাপ ছবি থেকে খুব শিগগিরি সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। রবিবার বিবৃতি জারি করে সংলাপ বদলের সিদ্ধন্তের কথা জানিয়েছে টিম আদিপুরুষ।

Manoj Muntashir, Adipurush Poster (Photo Credits: Twitter)

আদিপুরুষ (Adipurush) মুক্তি পাওয়ার পর থেকেই ছবির ভিএফএক্স এবং ছবির সংলাপ ঘিরে তৈরি হয়েছে পাহাড় প্রমাণ বিতর্ক। রামায়ণের কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে হনুমান এবং ইন্দ্রজিতের মুখে বাজারচলিত সংলাপ মেনে নিতে পারছেন না ভারতীয় দর্শকমহল। রামায়ণের মধ্যে বলিউডের ছোঁয়া দিতে গিয়ে বুমেরাং হয়ে তীর ফিরে এসেছে নির্মাতারদের দিকেই। বিতর্কের ঝড় থামাতে এবার বড় সিদ্ধান্ত নিল টিম 'আদিপুরুষ'।

আদিপুরুষের (Adipurush) সংলাপ লিখেছেন মনোজ মুনতাশির শুক্লা (Manoj Muntashir)।  একজন চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত লেখকের কলমে ‘বুয়া কা বাগিচা হ্যায় কিয়া’, ‘জলেগি তেরি বাপ কি’-এহেন সংলাপ ভারতীয় সংস্কৃতির কাণ্ডারী রামায়ণ-এর চরিত্রদের মুখে মেনে নিতে পারেনি দর্শকের একাংশ। সমাজমাধ্যমে উঠেছে সমালোচনার বন্যা। বিতর্কের জেরে এবার মাথা নোয়ালেন নির্মাতারা।

আদিপুরুষের যে সমস্ত সংলাপ নিয়ে আপত্তি উঠেছে সেই সকল সংলাপ ছবি থেকে খুব শিগগিরি সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। রবিবার বিবৃতি জারি করে সংলাপ বদলের সিদ্ধন্তের কথা জানিয়েছে টিম আদিপুরুষ (Adipurush)। পুরনো আপত্তিকর সংলাপ সরিয়ে নতুন সংলাপ বসবে ছবিতে। দিন কয়েকের মধ্যে যারা আদিপুরুষ দেখতে প্রেক্ষাগৃহে যাবেন তাঁরা নতুন সংলাপ সহ ছবিটি দেখতে পাবেন বলেই জানানো হয়েছে।

সংলাপের পাশাপাশি ছবির ভিএফএক্স এবং ছবিতে তারকাদের অভিনয় নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। রামের চরিত্রে প্রভাস (Prabhas) একেবারেই বেমানান বলে দাবি করছেন নেটিজেন। অন্যদিকে সীতার মত চরিত্রও পর্দায় ফুটিয়ে তুলতে চরম ব্যর্থ কৃতি শ্যানন (Kriti Sanon)। আর রাবণের অভিনব হেয়ার স্টাইল অবাক করেছে দর্শকদের। সব মিলিয়ে বক্স অফিসে আদিপুরুষের লক্ষীলাভ হলেও ছবির ভাগ্যে প্রশংসার বদলে কেবলই জুটছে নিন্দা।