Adipurush: 'নিষিদ্ধ হোক আদিপুরুষ', মনোজ মুনতাসির 'ঔদ্ধত্য়' বলে তোপ দাগলেন পর্দার যুধিষ্ঠির
পর্দার যুধিষ্ঠির গজেন্দ্র চৌহান চিত্রনাট্যকার মনোজ মুনতাসিরেরবিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, সরকারের উচিত এই মুহূর্তে আদিপুরুষ নিষিদ্ধ করা। এই ধরনের ছবিতে মনোজ মুনতাসির যে সংলাপ তৈরি করেছেন, তা ঔদ্ধত্যের জন্ম দেয়।
মুম্বই, ২৩ জুন: আদিপুরুষ নিয়ে এবার তোপ দাগলেন গজন্দ্র চৌহান। রামানন্দ সাগরের মহাভারতে যুধিষ্ঠিরের চরিত্রে অভিনয় করা গজেন্দ্র চৌহান বলেন, তিনি চান আদিপুরুষ নিষিদ্ধ করা হোক। শুধু তাই নয়, টিকিট কেনা সত্ত্বেও তিনি আদিপুরুষ দেখতে যাননি। এরপর তিনি আরও বলেন, রামচন্দ্রকে তিনি রামচন্দ্রের মত করে দেখতে চান। সেই কারণে তিনি আদিপুরুষ দেখতে যাননি।
এসবের পাশাপাশি পর্দার যুধিষ্ঠির গজেন্দ্র চৌহান চিত্রনাট্যকার মনোজ মুনতাসিরেরবিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, সরকারের উচিত এই মুহূর্তে আদিপুরুষ নিষিদ্ধ করা। এই ধরনের ছবিতে মনোজ মুনতাসির যে সংলাপ তৈরি করেছেন, তা ঔদ্ধত্যের জন্ম দেয়। এই ধরনের চিত্রনাট্য করার কোনও অভিজ্ঞতা মনোজ মুনতাসিরের নেই। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে তিনি একগুঁয়ে মনোভাব দেখাচ্ছেন বলে কটাক্ষ করেন গজেন্দ্র চৌহান। কোনও শিল্পীর জন্য এই ধরনের একগুঁয়েমি একেবারে অনুচিত বলে মন্তব্য করেন গজেন্দ্র চৌহান।