Adil Khan Durrani On Rakhi Sawant: রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন দুবাইবাসী আদিল খান

আদিলের সঙ্গে ইসলামিক রীতি অনুযায়ী এবং আইনি বিয়ে হলেও, তা কেন দুবাইবাসী অস্বীকার করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাখি সাওয়ান্তও। গত ৭ মাস ধরে আদিল খান দুরানির সঙ্গে তিনি বিবাহিত জীবনযাপন করছেন। তা সত্ত্বেও আদিল কেন তা অস্বীকার করছেন, তা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন রাখি।

Rakhi Sawant, Adil Khan Durrani (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ জানুয়ারি: আদিল খান দুরানির (Adil Khan Durrani) সঙ্গে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) বিয়ে হয়েছে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা ছড়াতে শুরু করে। আদিলের সঙ্গে ইসলামিক রীতি অনুযায়ী এবং আইনি বিয়ে হলেও, তা কেন দুবাইবাসী অস্বীকার করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাখি সাওয়ান্তও। গত ৭ মাস ধরে আদিল খান দুরানির সঙ্গে তিনি বিবাহিত জীবনযাপন করছেন। তা সত্ত্বেও আদিল কেন তা অস্বীকার করছেন, তা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন রাখি। এমনকী আদিলের সঙ্গে আইনি বিয়ের কাগজপত্রও প্রকাশ করেন অভিনেত্রী। তিনি মারাঠি বিগ বস হাউসে ছিলেন। সেখান থেকে বেরোনোর পর জানতে পারেন, আদিল তাঁদের বিয়ের কথা অস্বীকার করছেন। এমন মন্তব্য করেন  রাখি। যা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়। এসবের মাঝে শেষ পর্যন্ত মুখ খোলেন আদিল খান দুরানি।

আরও পড়ুন: Rakhi Sawant Is Pregnant?: আদিলের সঙ্গে বিয়ের পরই কি অন্তঃত্ত্বা? কী বললেন রাখি সাওয়ান্ত

 

View this post on Instagram

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাখির সঙ্গে বিয়ের বিষয়ে স্টেটাস শেয়ার করেন আদিল। তিনি বলেন, রাখির সঙ্গে বিয়ে তিনি অস্বীকার করছেন না।তবে কিছু জিনিসের সমাধান করতে হবে বলে চুপ ছিলেন। আর কিছুদিনও চুপ থাকতে হবে বলে মন্তব্য করেন আদিল খান দুরানি।

পাশাপাশি রাখি এবং তাঁকে যাতে প্রত্যেকে সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানান, সে বিষয়েও আশা প্রকাশ করেন আদিল। যা দেখে রাখি, আদিলকে শুভেচ্ছা জানান জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।



@endif