Aamir Khan: বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত করছেন আমির খান, অভিযোগ বিজেপি সাংসদের

আমির খানের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থাকেও চিঠি পাঠান অনন্ত কুমার হেগড়ে। নামাজের সময় যাতে মানুষ রাস্তা আটকে কিছু না করেন, সে বিষয়ে ওই সংস্থাকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন অনন্ত কুমার হেগড়ে।

Aamir Khan (Photo Credit: Twitter)

মুম্বই, ২২ অক্টোবর: হিন্দুদের (Hindu) ভাবাবেগে আঘাত করছেন আমির খান (Aamir Khan)। এমনই অভিযোগ করা হল আমির খানের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ের অভিযোগ, আমির খান যেভাবে বিজ্ঞাপনের শ্যুট করে, তার মাধ্যমে বার্তা দিচ্ছেন, তাতে হ্নিদুদের ভাবাবেগে আঘাত করছে। হিন্দুরা রাস্তা আটকে বাজি পোড়ালে মানুষের যেমন অসুবিধা হয়, তেমনি রাস্তা আটকে নামাজ পড়লেও বহু মানুষের অসুবিধা হয়। মাইকে বাজিয়ে যেভাবে আজান দেওয়া হয়, তাতেও অসুবিধা হয় বহু মানুষের। সে বিষয়েও তা.হলে আমিরের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন উত্তর কর্ণাটকের বিজেপি সাংসদ (BJP PM)।

আমির খানের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থাকেও চিঠি পাঠান অনন্ত কুমার হেগড়ে। নামাজের সময় যাতে মানুষ রাস্তা আটকে কিছু না করেন, সে বিষয়ে ওই সংস্থাকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন অনন্ত কুমার হেগড়ে।

আরও পড়ুন:  Bangladesh Durga Puja Violence: গোটা পৃথিবী জুড়ে মানবতা ধর্ম প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের ঘটনায় মন্তব্য তসলিমার

হিন্দুদের ভাবাবেগে যেভাবে আঘাত করা হচ্ছে, সে বিষয়ে ওই সংস্থা নজর দেবে বলে আশা প্রকাশ করেন কর্ণাটকের বিজেপি সাংসদ।