Happy Birthday Trishala: পাপা সঞ্জয় দত্তই জীবনের চন্দ্র-সূর্য, ৩৩ বছরের জন্মদিনে আবেগতাড়িত ত্রিশলা

মেয়ে ত্রিশলার ৩৩-তম জন্মদিনটিতে কাছে থাকলেন বাবা তথা বলিউডের মু্ন্নাভাই সঞ্জয় দত্ত৷ ইতিমধ্যেই বাবার সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ত্রিশলা দত্ত৷

মেয়ে ত্রিশলার সঙ্গে সঞ্জয় (Photo Credits: Instagram)

মেয়ে ত্রিশলার ৩৩-তম জন্মদিনটিতে কাছে থাকলেন বাবা তথা বলিউডের মু্ন্নাভাই সঞ্জয় দত্ত ৷ ইতিমধ্যেই বাবার সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ত্রিশলা দত্ত ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে খাবার টেবিলে কারও সঙ্গে আলাপ চারিতায় ব্যস্ত সঞ্জুবাবা৷ মেয়ে যদিও বাবার মুখে ফানি ফিল্টার জুড়েছে৷ আর একটি পোস্টে মেয়ে ত্রিশলাকে নিয়ে বাবা সঞ্জয়৷ বাবাকে নিয়ে মর্মস্পর্শী এক লেখনিতে সেই ছবির ক্যাপশন ভরিয়েছেন ত্রিশলা৷ জন্মদিনটা স্পেশ্যাল করে দেওয়ার জন্য বাবাকে ধন্যবাদ দিতেও ভোলেননি ত্রিশলা৷ লিখেছেন, “আমার রক্ত, হৃদয়, আত্মা, সূর্য, চাঁদ, তারা, আমার বাবার সঙ্গে জীবনের ৩৩ পর্বের সূচনা করছি৷ জন্মদিনের শুভেচ্ছার জন্য় সকলকে ধন্যবাদ৷”  আরও পড়ুন-UP Shocker: মায়ের ধমকের বিরাট সাজা, গোটা পরিবারকে বিষ খাইয়ে মারল নাবালিকা

একদিন আগে সোশ্যাল মিডিয়াতেই মেয়ে ত্রিশলার উদ্দেশে মিষ্টি নোট পোস্চ করেন সঞ্জয়৷ তিনি লিখেছিলেন, “যেদিন প্রথম বাবা হলাম সেদিনই বুঝেছিলাম জীবন আমাকে সবথেকে সুন্দর যে উপহার দিয়েছে, তাহল তুমি৷ যদিও আমার থেকে অনেকটাই দূরে থাকো তুমি৷ তবে আমরা জানি আমাদের বন্ধন প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে৷ শুভ জন্মদিন আমার ছোট্ট মেয়ে৷”

 

View this post on Instagram

 

A post shared by Trishala Dutt (@trishaladutt)

প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা৷ ১৯৯৬ সালে ব্রেন টিউমারে রিচার মৃত্যু হয়৷ মার্কিন মুলুকে দাদু-দিদার কাছে ত্রিশলার শৈশব, কৈশোর কেটেছে৷ এখনও সেখানেই থাকেন তিনি৷ এদিকে ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়৷ তাঁদের রয়েছে যমজ সন্তান শাহরান ও ইক্রা৷

 



@endif