Abhishek Bachchan: সম্পত্তি বাড়ালেন অভিষেক, কিনলেন ছয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বচ্চন পরিবারে মনোমালিন্যের জেরে এমন পদক্ষেপ!

মুম্বইয়ের বোরিভালিতে ছয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেতা। মোট ১৫ কোটি টাকার সম্পত্তি কিনেছেন অভিতাভ পুত্র।

Abhishek Bachchan (Photo Credits: Instagram)

মুম্বই, ১৯ জুনঃ বচ্চন পরিবারের অন্দরে মনোমালিন্য নিয়ে কানাঘুষো খবর দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে। যার জেরে গত বছরেই দীপাবলির উপহারস্বরূপ মেয়ে শ্বেতাকে সাধের বাংলো 'প্রতীক্ষা' লিখে দিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ওই বাংলোর আনুমানিক দাম ৫০ কোটি টাকা। শ্বশুরের সিদ্ধান্ত খুব একটা মনঃপূত হয়নি পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। তাই তো দীপাবলির পুজোউ 'জলসায়' দেখা যায়নি নায়িকাকে। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে মনোমালিন্যের মাঝে নিজের সম্পত্তি বাড়ালেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। জানা যাচ্ছে, মুম্বইয়ের বোরিভালিতে ছয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেতা। মোট ১৫ কোটি টাকার সম্পত্তি কিনেছেন অভিতাভ পুত্র।

এক প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, অ্যাপার্টমেন্টগুলি বোরিভালির ওবেরয় স্কাই সিটিতে অবস্থিত। গত ৫ মে সমস্ত কাগজপত্রে সইসাবুদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অভিষেকের কেনা ছয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের দামও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রথম অ্যাপার্টমেন্টটি কিনেছেন ৩ কোটি ৪২ লক্ষ কোটি টাকায়। দ্বিতীয় এবং তৃতীয়টি অ্যাপার্টমেন্টটি কিনেছেন প্রায় ৮০ লক্ষ টাকায় করে। চতুর্থ এবং পঞ্চম অ্যাপার্টমেন্টের দাম যথাক্রমে ৩ কোটি ২৫ লক্ষ এবং ৩ কোটি ৩৯ লক্ষ। ষষ্ঠ অ্যাপার্টমেন্টটিও অভিনেতা ৩ কোটি ৩৯ লক্ষ টাকা দিয়ে কিনেছেন বলে খবর।

অভিষেকের ২০১৮ সালের সেই টুইট... 

স্ত্রী ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে বিগ বি-র 'জলসা'তেই থাকেন অভিষেক। বউ, বাচ্চা নিয়ে বাবার বাড়িতে থাকার জন্যে ২০১৮ সালে অভিনেতাকে খোঁচা দিয়ে এক নেটাগরিক টুইট করেছিলেন। সেখানে ওই নেটিজেন লেখেন, 'নিজের জীবন নিয়ে কেউ দুঃখ পাবেন না। শুরু মনে রাখবেন, অভিষেক বচ্চন এখনও তাঁর বাবা মায়ের সঙ্গে থাকেন'। সেই টুইটের কড়া জবাবও দিয়েছিলেন অভিনেতা। প্রত্যুতরে অভিতাভ পুত্র লিখেছিলেন, তাঁদের সঙ্গে থাকছি এটা আমার কাছে গর্বের বিষয়। আপনিও এমনটা চেষ্টা করে দেখুন। দেখবেন ভালো লাগবে।



@endif