Ira Khan Video: পোশাক নেমে যাচ্ছে শরীর থেকে, বাগদানের অনুষ্ঠানে কড়া সমালোচনার মুখে আমির-কন্যা ইরা
আমির-কন্যা যখন বাগদানের অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যামেরার সামনে হাজির হন, সেই সময় বার বার গাউন ঠিক করতে দেখা যায় তাঁকে। যা দেখে অনেকেই কটাক্ষ করেন অভিনেতা কন্যাকে।
মুম্বই, ২১ নভেম্বর: সম্প্রতি নূপুর শিখরের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন ইরা খান। আমির-কন্যার (Aamir Khan) বাগদানের ভিডিয়োতে তাঁকে লাল রঙের গাউন পরতে দেখা যায়। বাগদানের অনুষ্ঠানে নূপুর শিখরে যেখন কালো রঙের স্যুট পরে হাজির হন, সেই সময় প্রেমিকের হাত ধরে লাল রঙের গাউন পরে হাসি মুখে আসেন ইরা (Ira Khan)। আমির-কন্যা যখন বাগদানের অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যামেরার সামনে হাজির হন, সেই সময় বার বার গাউন ঠিক করতে দেখা যায় তাঁকে। যা দেখে অনেকেই কটাক্ষ করেন অভিনেতা কন্যাকে। আমির খানের মেয়ে কী ধরনের পোশাক পরেছেন, যাতে তাঁকে বার বার গাউন ঠিক করতে হয় বলে সমালোচনা করেন অনেকে। কেউ বলতে শুরু করেন, বাগদানের অনুষ্ঠান কোনও ভাল পোশাক পরতে পারতেন আমির-কন্যা। সবকিছু মিলিয়ে নূপুর শিখরের সঙ্গে বাগদানের অনুষ্ঠানে বার বার পোশাক ঠিক করায়, কড়া সমালোচনার মুখে পড়েন ইরা।
আরও পড়ুন: Ira Khan Video: বাগদান সারলেন আমির-কন্যা ইরা, দেখুন
প্রসঙ্গত এই প্রথম নয় যখন ইরা খান সমালোচনার মুখে পড়লেন। এর আগে বহুবার পোশাক থেকে শুরু করে, তাঁর প্রেম জীবন, একাধিক সমালোচনার মুখে পড়তেহয় তাঁকে।
View this post on Instagram