Ira Khan: নূপুর শিখরেকে ৩ জানুয়ারি বিয়ে করছেন আমির-কন্যা ইরা?

২৬-এর ইরা জানান, ৩ জানুয়ারি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ৩ জানুয়ারি নূপুর এবং তিনি একে অপরকে প্রথম চুম্বন করেছিলেন। তাই ৩ জানুয়ারি-ই তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চান।

Nupur Shikhare, Ira Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ অগাস্ট:  ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে সম্প্রতি বাগদান সেরেছেন আমির-কন্যা ইরা। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুদের নিয়ে নূপুর শিখরের সঙ্গে  বাগদান পর্ব সাঙ্গ করেন ইরা খান। বাগদানের পর এবার ৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির-কন্যা? সম্প্রতি এমন প্রশ্ন উঠলে হেসে ফেলেন ইরা খান। ২৬-এর ইরা জানান, ৩ জানুয়ারি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ৩ জানুয়ারি নূপুর এবং তিনি একে অপরকে প্রথম চুম্বন করেছিলেন। তাই ৩ জানুয়ারি-ই তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চান। তবে কোন বছরের ৩ জানুয়ারি তাঁরা বিয়ে করবেন, সেই সিদ্ধান্ত এখনও হয়নি। এমনই জানান আমির খানের মেয়ে ইরা খান।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত আমির খান, সুস্মিতা সেনের মত তারকাদের ফিটনেস কোচ নূপুর শিখরে। অন্যদিকে ২০১৯ সালে প্রথম সহপরিচালকের কাজ দিয়ে বলিউডে পা রাখেন ইরা খান। এখন দেখা যাক, কবে ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে নতুন জীবন শুরু করেন আমির কন্যা।