Aamir Khan: কুন্নুরে গিয়ে নতুন জীবন শুরু করতে চান আমির খান, কী বললেন অভিনেতা!

আমির জানান, তিনি তামিলনাড়ুর পাহাড়ি এলাকা কুন্নুরে যেতে চান। কুন্নুরে গিয়ে সেখানে বাড়ি কিনবেন এবং শান্তির জীবন কাটাবেন। কুন্নুরে গিয়ে তিনি নতুুন জীবন শুরু করতে চান বলেও জানান আমির।

Aamir Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ মার্চ: বৃহস্পতিবার ৫৯-এ পড়লেন আমির খান। জন্মদিনের সকালে দ্বিতীয় স্ত্রী (প্রাক্তন) কিরণ রাওয়ের সঙ্গে পাপারাৎজির সামনে আসেন আমির।  সেখানে কিরণের পাশে দাঁড়িয়ে কেক কাটতেও দেখা যায় বলিউডের 'পারফেকশনিস্টকে'।  আমির খানের জন্মদিনে উঠে এল নয়া তথ্য। যেখানে এক সময় আমির জানান, তিনি তামিলনাড়ুর পাহাড়ি এলাকা কুন্নুরে যেতে চান।  কুন্নুরে গিয়ে সেখানে বাড়ি  কিনবেন এবং শান্তির জীবন কাটাবেন। কুন্নুরে গিয়ে তিনি নতুুন জীবন শুরু করতে চান বলেও জানান আমির।

আরও পড়ুন: Watch: প্রাক্তন স্ত্রী কিরণ, মাকে নিয়ে সায়রা বানুর বাড়িতে আমির খান

জন্মদিনে কিরণ রাওয়ের সঙ্গে আমির খান...

 

 

View this post on Instagram

 

কুন্নুরে গিয়ে বাকি জীবন কাটালে, তাঁর কেরিয়ারের কী হবে! যে প্রশ্নের উত্তরে আমির জানান, তাঁর কাছে কেরিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ।  কিন্তু তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ একটা নির্ভেজাল জীবন কাটানো।  যা অভিনেতা হয়ে তিনি কোনওভাবেই পারেন না।  কুন্নুরে বাড়ি কেনা, তাঁর কাছে স্বপ্নের মত বলেও মন্তব্য করতে শোনা যায় আমিরকে। এমনকী নিজের কেরিয়ারের জন্য তিনি পরিবারকে কখনও বঞ্ছিত করতে চান না বলেও মন্তব্য করেন আমির খান।