Aamir Khan: 'অনেকে ভাবেন আমি ভারতবর্ষকে পছন্দ করি না', ছবি বয়কট নিয়ে মুখ খুললেন আমির
লাল সিং চাড্ডার ট্রেলা মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে সমালোচনা শুরু হয় নেটিজেনদের একাংশের মধ্যে। লাল সিং চাড্ডায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন করিনা কাপুর খান।
মুম্বই, ১ অগাস্ট: আমির খানের (Aamir Khan) নয়া সিনেমা 'লাল সিং চাড্ডা' বয়কট করুন। ট্যুইটারে এমন ট্রেন্ড শুরু হয়েছে। যা নিয়ে বলিউডে ফের শোরগোল শুরু হয়েছে। লাল সিং চাড্ডার (Laal Singh Chaddha) বয়কট নিয়ে ট্রেন্ড বিষয়ে মুখ খুললেন আমির খান। লাল সিং চাড্ডা যাতে কেউ বয়কট না করেন, সে বিষয়ে আবেদন জানান আমির খান। পাশাপাশি আরও বলেন, কেউ কেউ মনেপ্রাণে বিশ্বাস করেন যে তিনি এমন একজন ব্যক্তি, যিনি ভারতবর্ষকে পছন্দ করেন না। কিন্তু যাঁরা এই ধারনা পোষণ করেন, তাঁরা সঠিক নন। সেইসব মানুষর ধারনা একেবারেই সটিক নয় বলেও মন্তব্য করেন আমির খান।
প্রসঙ্গত লাল সিং চাড্ডার ট্রেলা মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে সমালোচনা শুরু হয় নেটিজেনদের একাংশের মধ্যে। লাল সিং চাড্ডায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন করিনা কাপুর খান।
আরও পড়ুন: Asim Riaz: রণবীর সিংয়ের পর অসিম রিয়াজ, ফের নগ্ন জনপ্রিয় অভিনেতা
করিনা (Kareena Kapoor Khan) যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, সেই সময় তিনি লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করেন। ফলে এই ছবি তাঁর কাছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও মন্তব্য করেন বলিউডের এই নায়িকা।