Nawazuddin Siddiqui: প্রচুর টাকা চান প্রাক্তন স্ত্রী আলিয়া, শেষে মুখ খুলে বিস্ফোরক নওয়াজউদ্দিন
অভিনেতার কথায়, তিনি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকেন না৷ তবে তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে শুধুমাত্র দুই সন্তানের জন্য৷ তাঁর দুই সন্তান ভারতেই রয়েছে অথচ গত ৪৫ দিন ধরে তারা স্কুলে যাচ্ছে না৷ কেন তার সন্তানরা স্কুলে যাচ্ছে না, এই প্রশ্ন করে তাঁকে স্কুল থেকে পরপর চিঠি পাঠানো হচ্ছে৷ কেউ কি জানেন, কেন তাঁর সন্তানরা গত ৪৫ দিন ধরে স্কুলে যাচ্ছে না বলে প্রশ্ন করেন নওয়াজ৷
মুম্বই, ৬ মার্চ: একের পর এক অভিযোগে বিদ্ধ বলিউড (Bollywood) অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)৷ কখনও দুই ভাই শামাস এবং ফউজুদ্দিন নওয়াজের বিরুদ্ধে তোপ দাগছেন, আবার কখনও স্ত্রী আলিয়া সিদ্দিকি অভিযোগ করছেন অভিনেতার বিরুদ্ধে৷ পরপর অভিযোগের পর এবার মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন নওয়াজউদ্দিন৷ তিনি বলেন, একজন খারাপ মানুষ হিসেবে তিনি সর্বত্র উঠে াসতে শুরু করেছেন৷ তাঁর ছোট ছোট সন্তানরা যাতে এই তামাশার মধ্যে জড়িয়ে না পড়ে, তার জন্য তিনি এতদিন চুপ করেছিলেন বলে মন্তব্য করেন নওয়াজ৷ বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া তাঁর চরিত্র নিয়ে কাটাছেঁড়া করে যাচ্ছে ক্রমাগত৷ একপক্ষের কথা শুনে এবং কিছু তৈরি করা ভিডিয়ো ছড়িয়ে, ক্রমাগত তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে মন্তব্য করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ তবে এবার কিছু কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন বলে জানান নওয়াজ৷
View this post on Instagram
অভিনেতার কথায়, তিনি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকেন না৷ তবে তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে শুধুমাত্র দুই সন্তানের জন্য৷ তাঁর দুই সন্তান ভারতেই রয়েছে অথচ গত ৪৫ দিন ধরে তারা স্কুলে যাচ্ছে না৷ কেন তার সন্তানরা স্কুলে যাচ্ছে না, এই প্রশ্ন করে তাঁকে স্কুল থেকে পরপর চিঠি পাঠানো হচ্ছে৷ কেউ কি জানেন, কেন তাঁর সন্তানরা গত ৪৫ দিন ধরে স্কুলে যাচ্ছে না বলে প্রশ্ন করেন নওয়াজ৷ গত ৪৫ দিন ধরে তাঁর সন্তানদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷
এসবর পাশাপাশি নওয়াজউদ্দিন আরও দাবি করেন, তাঁর প্রাক্তন স্ত্রী আলিয়া শুধু অর্থ চান৷ আরও বেশি বেশি করে অর্থের দাবি করে এমন নানা ধরনের অভিযোগ করা হচ্ছে৷ এর আগেও মিথ্যে অভযোগ করে আলিয়া তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ পরে আবার নিজের থেকে সেই মামলা প্রত্যাহার করেন বলে জানান নওয়াজউদ্দিন সিদ্দিকি৷