19 Years Of Kal Ho Naa Ho: ছবির ১৯ বছরে স্মৃতিতে ডুব দিলেন করণ, শেয়ার করলেন পুরনো মুহুর্তগুলো

BTS of Kal Ho Naa Ho (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ নভেম্বরঃ ‘সারাজীবনের স্মৃতি হৃদস্পন্দনে আটকে’… ১৯ বছর আগের ছবি ‘কাল হো না হো’র (19 Years Of Kal Ho Naa Ho) স্মৃতিতে ডুব দিলেন পরিচালক করণ জোহার (Karan Johar)। আজ থেকে ঠিক ১৯ বছর আগে এই দিনেই হিন্দি চলচ্চিত্র জগতকে করণ উপহার দিয়েছিলেন এক নিখাদ প্রেমের গল্প। যে প্রেমে আজও ভেসে যায় কত তরী। বিলাসবহুল গাড়ি ছেড়ে সাইকেলে চাপলেন রণবীর, জানেন কী সেই সাইকেলের দাম কত?

দেখুন করণের পোস্টঃ 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

শাহরুখ খান (Shah Rukh Khan), সইফ আলি খান (Saif Ali Khan) এবং প্রীতি জিন্টা (Preity Zinta) অভিনীত রোম্যান্টিক ড্রামা ‘কাল হো না হো’র ১৯ বছরপূর্তিতে (19 Years Of Kal Ho Naa Ho) স্মৃতির পাতা উলটে দেখলেন পরিচালক (Karan Johar)। শেয়ার করলেন সেই পুরনো মুহুর্তগুলো। চাইলেও যে মুহুর্তগুলোতে আর ফেরা সম্ভব নয়। ‘কাল হো না হো’ কেবলই একটি ছবি নয়। একটি বার্তা। ভবিষ্যতের দুশ্চিন্তায় না থেকে বর্তমানকে কত সুন্দর করে বাঁচা যায়, সেই বার্তা। ছবির শেষ পর্যায়ে শাহরুখের অভিনয় দেখে চোখের জল ধরে রাখবে তা কার সাধ্যি।



@endif