Anant-Radhika's Haldi Ceremony: হলুদ মেখে ভূত রণবীর, অনন্ত-রাধিকার গায়ে হলুদ অনুষ্ঠানে নজর কাড়লেন কারা, দেখুন

বিশ্বের প্রথম সারির ধনকুবেরদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি। তাই তাঁর ছেলের জোড়া প্রাক-বিবাহ থেকে শুরু করে বিবাহ সব কিছুই হচ্ছে রাজকীয় স্বাদে। আম্বানি পরিবারের অনুষ্ঠান আর বলিউড তারকারা আমন্ত্রিত থাকবে না এও আবার হয় নাকি।

Bollywood Celebs at Anant-Radhika's Haldi Ceremony (Photo Credits: Instagram)

সঙ্গীত অনুষ্ঠানের পর মিটল গায়ে হলুদ পর্ব। মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের গায়ে হলুদের অনুষ্ঠান (Anant-Radhika's Haldi Ceremony) সম্পন্ন হয়েছে সোমবার। বিশ্বের প্রথম সারির ধনকুবেরদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাই তাঁর ছেলের জোড়া প্রাক-বিবাহ থেকে শুরু করে বিবাহ সব কিছুই হচ্ছে রাজকীয় স্বাদে। ছেলের বিয়েতে কোন কিছুর যেন খামতি রয়ে না যায় সেদিকে সর্বক্ষন চোখ রয়েছে আম্বানিদের। আম্বানি পরিবারের অনুষ্ঠান আর বলিউড তারকারা আমন্ত্রিত থাকবে না এও আবার হয় নাকি। সলমন খান (Salman Khan), রণবীর সিং (Ranveer Singh), সারা আলি খান (Sara Ali Khan), অর্জুন কাপুর (Arjun Kapoor), অনন্যা পান্ডে (Ananya Panday), সস্ত্রীক উদিত নারায়ণ, জাহ্নবী কাপুর আরও অনেক তারকা এদিন অনন্ত এবং রাধিকাকে হলুদ মাখাতে পৌঁছে গিয়েছিলেন। হদুল মেখে একেবারে ভূত হয়ে ধরা দিয়েছেন রণবীর সিং।

একমাত্র দেওরের গায়ে হলুদ অনুষ্ঠান বলে কথা, সাজে কোন কমতি রাখেননি বউদি তথা আম্বানি পরিবারের বড় বউ শ্লোকা মেহতা (Shloka Mehta)। অনন্ত এবং রাধিকার জমকালো গায়ে হলুদ অনুষ্ঠানের জন্যে আকাশ পত্নী শ্লোকা পরেছিলেন তাঁর বোন দিব্যা মেহতার নকশা করা পোশাক।

দেখুন...

 

View this post on Instagram

 

A post shared by Diya Mehta Jatia (@dmjatia)

অনন্ত-রাধিকার গায়ে হলুদ অনুষ্ঠানের অতিথি... 

হলুদ পাঞ্জাবিতে সলমন খান... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

হলুদ মেখে ভূত রণবীর সিং... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

হলুদ শাড়িতে অনবদ্য জাহ্নবী... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

রাজকীয় নকশা করা ল্যাহেঙ্গায় সারা আলি খান...  

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বিচ্ছদের বেদনা কাটিয়ে উজ্জ্বল অনন্যা কাপুরও...

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

লালচে মেরুন রঙয়ের শেরওয়ানিতে অর্জুন কাপুর... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)



@endif