Bigg Boss OTT 3: বহু বিবাহ নিয়ে প্রশ্ন, প্রিয় বন্ধুর 'ঘর ভেঙেছেন'-এর কটাক্ষে কেঁদে ফেললেন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা

কৃতিকা প্রিয় বন্ধুর স্বামীকে বিয়ে করে কি ঠিক কাজ করেছেন বলে প্রশ্ন করা হয় আরমানের দ্বিতীয় স্ত্রীকে। এমনকী আরমান মালিক এবং তাঁর পরিবার বহু বিবাহের যে সংজ্ঞা সমাজে, তার বিস্তার করছেন বলেও কটাক্ষ করা হয়।

Armaan Malik, Kritika Malik.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ জুলাই: বিগ বসের (Bigg Boss OTT 3) ঘরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত ভেঙে পড়লেন কৃতিকা মালিক (Kritika Malik)। আরমান মালিকের দ্বিতীয় স্ত্রীকে যখন বহু বিবাহ নিয়ে প্রশ্ন করা হয়, তা শুনে চোটে যান কৃতিকা। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর কেঁদে ফেলেন জনপ্রিয় ইউটিউবার আরমানের দ্বিতীয় স্ত্রী।

আরও পড়ুন: Bigg Boss OTT 3: সানা মকবুলের সঙ্গে 'সম্পর্কের' কথা শুনতেই চটলেন নেজি, সংবাদমাধ্যমকে কথা শোনালেন Rapper

কৃতিকা প্রিয় বন্ধুর স্বামীকে বিয়ে করে কি ঠিক কাজ করেছেন বলে প্রশ্ন করা হয় আরমানের দ্বিতীয় স্ত্রীকে। এমনকী আরমান মালিক এবং তাঁর পরিবার বহু বিবাহের যে সংজ্ঞা সমাজে, তার বিস্তার করছেন বলেও কটাক্ষ করা হয়। যা শুনে পরে কেঁদে ফেলেন আরমানের স্ত্রী। পাশাপাশি কৃতিকাকে 'ঘর ভেঙেছেন' বলেও কটাক্ষ করা হয় শোয়ের এই মিডিয়া সেশনে। যা শুনে নিজেকে স্থির রাখতে পারেননি কৃতিকা। হু হু করে কেঁদে ফেলেন তিনি।