Bhuban Babur Smartphone: স্মার্ট ফোন নিয়ে নাকাল ভুবনবাবু, তাঁর গল্প নিয়ে আসছে প্রেক্ষাগৃহে আসছে 'ভুবনবাবুর স্মার্টফোন'

Photo Credit_Facebook

বাংলা চলচিত্রের ইতিহাসে নাটক থেকে সিনেমা প্রচুর হয়েছে, কিন্তু নাটকের মুখ্য চরিত্র সিনেমাতেও মুখ্য চরিত্র করছেন এরকম প্রথম উদাহরণ যদি হয় মনোজ মিত্রের বাঞ্চারামের বাগান তবে দ্বিতীয় উদাহরণ এই ভুবনবাবুর স্মার্ট ফোন। শান্তনু বসুর গল্প 'ভুবনবাবুর স্মার্টফোন' থেকে  ক্লাসিক চন্দননগর শ্যামল বসুর লেখা  'বাঁচা গেল'নাট্য প্রযোজনা নির্মাণ করেন । যার নির্দেশনা এবং মূল চরিত্র ভুবনবাবুর ভূমিকায় ছিলেন চিন্তা মুখার্জি। এই নাটক যখন চলচ্চিত্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা  তখন পরিচালকদ্বয় প্রণবেশ চন্দ্র ও শান্তনু বসু মূল চরিত্র 'ভুবনবাবু'র চরিত্রে নির্বাচন করলেন সেই চিন্তা মুখার্জিকেই। সদ্যই মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার। সেখানে দেখা যাচ্ছে এক মজায় মোড়া বাস্তব গল্প। স্মার্টফোন নিয়ে একটু বেশি বয়সের মানুষেরা অনেকসময়েই কার্যত বিপদে পড়েন। এই উদাহরণ রয়েছে আমাদের ঘরেই। কাজেই একেবারে বাস্তবের গল্পকেই পর্দায় দেখতে পাবেন অনেকে।  ২ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।