Bachpan Ka Pyaar Boy Sahdev Dirdo: 'বচপন কা প্যার' খ্যাত সহদেব ডিরডো হাসপাতালে, প্রার্থনা করুন, ট্যুইটে আবেদন বাদশার
সহদেব ডিরডোর অসুস্থতার খবর পেয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে সহদেব ডিরডো ভাল আছে। তাঁর জ্ঞান ফিরেছে বলে খবর।
রাঁচি, ২৯ ডিসেম্বর: গুরুতর জখম শিশু শিল্পী সহদেব ডিরডো। ছত্তিশগড়ে দুর্ঘটনায় পড়ে ১০ বছরের জনপ্রিয় শিশু শিল্পী সহদেন ডিরডো (Sahdev Dirdo)। 'বচপন কা প্যার' খ্যাত (Bachpan Ka Pyaar ) ওই শিশু শিল্পী বর্তমানে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে, নিজের প্রতিভার জেরে। র্যাপার বাদশা প্রথম সহদেব ডিরডোর দুর্ঘটনার খবর জানান নিজের ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে। সহদেব ডিরডোর দুর্ঘটনার পর, ছোট্ট শিল্পীর যখন জ্ঞান ফেরেনি, সেই সময় তার জন্য প্রার্থনা আবেদন জানান বাদশা (Badshah )। প্রত্যেকে যাতে সহদেবের জন্য প্রার্থনা করেন, সে বিষয়ে আবদেন জানান বলিউডের (Bollywood) র্যাপ কিং। দেখুন কী লেখেন বাদশা...
জানা যায়, ডিরডো যখন বাবার বাইকে চেপে ছত্তিশগড়ে নিজের গ্রামে ফিরছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে। বাইক থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে ডিরডোর। সঙ্গে সঙ্গে তাকে সুকমার হাসপাতালে ভর্তি করা হয়। তবে সুকমা থেকে প্রাথমিক চিকিৎসার পর ডিরডোকে জগদলপুর মেডিকেল কলেজে স্থানান্তিরত করা হয়। খবর পেয়ে জেলাশাসক হাসপাতালে পৌঁছন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ডিরডোর চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না পড়ে, সে বিষয়ে আশ্বস্ত করেন জেলাশাসক।
দেখুন ডিরডোর সেই গান...
View this post on Instagram
সহদেব ডিরডোর অসুস্থতার খবর পেয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে সহদেব ডিরডো ভাল আছে। তাঁর জ্ঞান ফিরেছে বলে খবর।
দেখুন বাদশার ভিডিয়ো ডিরডোর গানে...
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় বচপন কা প্যার গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায় বছর দশের ডিরডো। কার্যত ইন্টারনেট সেনসেশনে পরিণত হয় সে।