Arshi Khan: 'পাকিস্তানি বলা বন্ধ করুন, আফগানি পাঠান', বললেন বিগ বসের আরশি
বিগ বসের প্রাক্তন প্রতিযোগী বলেন, তিনি ভারতীয় কিন্তু তাঁর শিকড় আফগানিস্তানে৷ তবে বহু বছর আগে তাঁর পরিবার আফগানিস্তান থেকে ভারতে চলে আসে৷
মুম্বই, ১৯ অগাস্ট: 'আমি পাকিস্তানি (Pakistan) নই৷ আমি আফগানি পাঠান৷ বার বার আমায় পাকিস্তানি বলে উত্যক্ত করা বন্ধ করা হোক৷' এবার এমনই আবেদন করলেন আরশি খান৷
বিগ বসের প্রাক্তন প্রতিযোগী বলেন, তিনি ভারতীয় (India) কিন্তু তাঁর শিকড় আফগানিস্তানে৷ তবে বহু বছর আগে তাঁর পরিবার আফগানিস্তান থেকে ভারতে চলে আসে৷ ভারতে এসে তাঁরা ভোপালে বসবাস শুরু করেন৷ এমনকী, তাঁর দাদু ভোপালের জেলারও ছিলেন বলে জানান আরশি৷
তাঁরা আফগানি (Afghani) হলেও, কাজের ক্ষেত্রেও বহুবার তাঁকে পাকিস্তানি বলে কটাক্ষ করা হয়৷ তিনি পাকিস্তানি নন৷ ভারতের সব ধরনের পরিচয় পত্র তাঁর কাছে রয়েছে৷ পাকিস্তানি বলে কটাক্ষের জন্য তাঁকে অনেক কাজ হারাতেও হয়েছে৷ তবে তিনি প্রত্যেককে স্পষ্টভাবে জানাতে চান, তিনি আফগানি, পাকিস্তানি নন৷ স্পষ্ট জানান আরশি খান৷
আরও পড়ুন: Shilpa Shetty: চোখে মুখে অস্বস্তি, রাজের গ্রেফতারির পর প্রথম প্রকাশ্যে শিল্পা
সম্প্রতি তালিবান আফগানিস্তান দখলের পর সংবাদমাধ্যমের সামনে আশঙ্কা প্রকাশ করেন আরশি খান৷ তিনি বলেন, তাঁর পরিবার এবং বন্ধুরা রয়েছেন আফগানিস্তানে৷ তালিবান তাঁদের সঙ্গে কী করছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আরশি (Arshi Khan)৷