Bigg Boss: বিগ বসে ফিরছেন অর্চনা, কী প্রতিক্রিয়া সদস্যদের? দেখুন  

সলমন খান (Salman Khan) সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss) টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। দর্শক মহলে শো নিয়ে বেজায় চর্চাও চলে।

Archana Gautam, Sajid Khan

মুম্বই: সলমন খান (Salman Khan) সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss) টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। দর্শক মহলে শো নিয়ে বেজায় চর্চাও চলে। প্রতিযোগীদের মধ্যে ঝগড়া-বিতর্ক-প্রেম-ভালবাসা সকল কিছু নিয়েই কৌতূহলী দর্শক। গত মাসেই শুরু হয়েছে বিগ বসের সিজিন ১৬। শুরুর পর থেকেই শো’য়ের টিআরপি তুঙ্গে। এরই মাঝে শিব ঠাকরের গলা টিপে ধরার অপরাধে বিস বসের ঘর থেকে বহিষ্কৃত হন অর্চনা গৌতম (Archana Gautam)। তবে পুনরায় বিস বসের ঘরে পা রাখতে চলেছেন বিকিনি গার্ল অর্চনা। তারকার ফিরে আসায় বাকি সদস্যদের মুখের হাসি একেবারেই ম্লান।

বিস বসের লিখিত নিয়মগুলোর মধ্যে অন্যতম হল, ঘরের মধ্যে প্রতিযোগীরা একে অপরের গায়ে হাত তুলতে পারবে না। অর্চনা সেই নিয়মের খেলাপ করায় বিগ বস তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। শিব ঠাকরের  (Shiv Thakare) সঙ্গে বাকবিতণ্ডা চলাকালীন শিবের গলা টিপে ধরেন অর্চনা। শিবের গলায় কালসিটে দাগও পড়ে যায়। আর তার পরেই মাঠে নামেন বিগ বস (Bigg Boss)। ঘর থেকে বহিষ্কার করেন গ্রেট গ্র্যান্ড মস্তি খ্যাত অভিনেত্রী অর্চনা গৌতমকে (Archana Gautam)। তবে এরই মধ্যে আবারও বিগ বসে ফিরছেন অর্চনা (Archana Gautam)।

আরও পড়ুনঃ  বিচ্ছেদ হয়েও হইল না! আবার একসঙ্গে সানিয়া-শোয়েব

বিগ বসের নতুন প্রোমোতে এমনটাই দেখা গেল। তবে অর্চনার ঘরে  ফিরে আসাতে একেবারেই খুশি হয়নি ঘরের একদল সদস্য। অন্যদিকে অর্চনাকে বহিষ্কার করার সিদ্ধান্তে সহমত হয়নি দর্শকদের একাংশ। তাঁদের মতে শিবের প্ররোচনাতেই অর্চনা এমন করেছেন। অর্চনাকে ঘরে ফিরিয়ে আনার দাবিও তুলেছিলেন বহু দর্শক।



@endif