টলিউড তারকাদের তীব্র আক্রমণ করে তৃণমূলকে নিয়ে এ কী বললেন অপর্ণা সেন!

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি-র চমকপ্রদ ফলের পর ফুলবদলের হি়ড়িক। বিভিন্ন ক্ষেত্রের মত টলিউডেও বিস্তার বাড়িয়ে নিয়েছে বিজেপি। যেভাবে রাজ্যে দুই থেকে ১৮ সাংসদের দল হয়েছে বিজেপি, তেমনভাবেই টলিউডেও হাতেগোণা দু-একজন থেকে একেবারে ঢল নেমেছে পদ্ম শিবিরে।

অপর্ণা সেন। (Photo Credits: IANS, ANI)

কলকাতা, ২০ জুলাই: লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি (BJP)-র চমকপ্রদ ফলের পর ফুলবদলের হি়ড়িক। বিভিন্ন ক্ষেত্রের মত টলিউডে (Tollywood) ও বিস্তার বাড়িয়ে নিয়েছে বিজেপি। যেভাবে রাজ্যে দুই থেকে ১৮ সাংসদের দল হয়েছে বিজেপি, তেমনভাবেই টলিউডেও হাতেগোণা দু-একজন থেকে একেবারে ঢল নেমেছে পদ্ম শিবিরে।

পার্নো মিত্র (Parno Mitra) থেকে ঋষি কৌশিক (Rishi Kaushik)। রূপাঞ্জনা থেকে বিশ্বজিৎ বন্দোপাধ্যায় সহ টলিউডের ১২ জন তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। এই নিয়ে কটাক্ষ করলেন বিখ্যাত অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। আরও পড়ুন-দু মাস ক্রিকেট থেকে বিশ্রামের সিদ্ধান্ত মাহি-র

টলিউডের বিজেপি-তে ঝুঁকে পড়ার প্রবণতা দেখে এক সময় তৃণমূলপন্থী বুদ্ধিজীবীর তকমা পাওয়া অপর্ণা সেন বললেন, ''তৃণমূলের জাহাজ ডুবতে শুরু করেছে। তাই ডুবন্ত জাহাজ থেকে অনেকেই ক্ষমতার দিকে ঝুঁকছে। তৃণমূলকে 'ডুবন্ত জাহাজ' বলে কটাক্ষ করে তিনি বলেন, "মানুষ সবসময় ক্ষমতার দিকেই ঝোঁকে।"

অর্পনা সেন সাফ জানান, "বিজেপিতে যেসব টলিউড তারকারা গিয়েছে ওঁদের নিয়ে আমার কিছু বলার নেই। যেদিকে ক্ষমতা মানুষ সেদিকেই যায়। তৃণমূল এখন ক্ষমতা হারাচ্ছে। তাই ওঁরা বিজেপিতে গিয়েছেন। সিপিআইএম যখন ক্ষমতায় ছিল তখন এই অভিনেতা-অভিনেত্রীরা তাদের সঙ্গে ছিলেন। তারপর তৃণমূল ক্ষমতায় এলে সেইদিকে ঝুঁকলেন। এখন বিজেপি ক্ষমতায় আসছে তাই তাঁরা আবার দল পাল্টে ফেলছেন।''