Anant Ambani-Radhika Merchant Wedding: ইতালি থেকে সুইজারল্যান্ড, ক্রুজে চেপে অনন্ত-রাধিকার বিবাহ অভিযান

ক্রুজে চেপে বিয়ে করবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টে। রানির বেশে সেজে উঠবে ক্রুজ। ২৯ মে ইতালি থেকে যাত্রা শুরু করবে ক্রুজ। ১ জুন জুন সুইজারল্যান্ডে গিয়ে শেষ হবে বিবাহ অভিযান।

Anant Ambani-Radhika Maerchant (Photo Credits: X)

জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Anant Ambani-Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে যেভাবে তাক লাগিয়েছে গোটা দুনিয়াকে তাতে অনুমান করা যায় জুটির বিয়েতে কী অপেক্ষা করছে। হলিউড থেকে রিহানা, শিল্পপতী মহল থেকে মার্ক জুকারবার্গ, বিল গেটস, গৌতম আদানির মত নামীদামী ব্যক্তিত্বকে ছোট ছেলের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এছাড়া বলিউড থেকে ঝাঁকে ঝাঁকে তারকারা উড়ে এসেছিলেন জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানের সাক্ষী হতে। এবার পালা যুগলের চার হাত এক হওয়ার। আগামী ২৯ মে থেকে বসবে আম্বানিদের কনিষ্ঠ পুত্রের বিবাহের আসর। ১ জুন অর্থাৎ চার দিন ব্যাপী চলবে অনন্ত এবং রাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান (Anant Ambani-Radhika Merchant Wedding)।

জমনগরে জমকালো প্রাক-বিবাহ সেরে এবার জলপথে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট (Anant Ambani-Radhika Merchant)। ক্রুজে চেপে বিয়ে করবেন জুটি। রানির বেশে সেজে উঠবে ক্রুজ। ২৯ মে ইতালি থেকে যাত্রা শুরু করবে ক্রুজ। ১ জুন জুন সুইজারল্যান্ডে গিয়ে শেষ হবে বিবাহ অভিযান। আম্বানি পরিবারে জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। মুকেশ, নীতা এবং বড় ছেলে আকাশ বাদে এখন পরিবারের সকলেই রয়েছেন লন্ডনে। চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। জানা যাচ্ছে, ২৯ মে ইতালির সিসিলি থেকে অতিথিদের নিয়ে যাত্রা শুরু করবে আম্বানিদের ক্রুজ। বিবাহের অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা পালন করা হবে। কোনরকম ছবি কিংবা ভিডিয়ো যাতে ফাঁস না হয় সেদিকে সর্বদা নজর রাখা হবে।

সূত্রের খবর, অনন্ত এবং রাধিকার বিবাহ অভিযানের জন্যে ৩০০-এর বেশি অথিতি নিয়ে রওনা দেবে ক্রুজ। অতিথি তালিকায় বলিউডের প্রথম সারির কিছু তারকাদের নামও রয়েছে। সপরিবারে শাহরুখ খান, সলমন খান, রণবীর-আলিয়াদের কাছে নিমন্ত্রন পত্র পৌঁছে গিয়েছে বলেই খবর।



@endif