Allu Arjun Arrest: অল্লুর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে প্রস্তুত, জানালেন পদপিষ্ট হয়ে নিহত মহিলার স্বামী
মৃত মহিলার স্বামীর বয়ান মামলার মোড় ঘোরাতে চলেছে। সংবাদমাধ্যম ভাস্কর জানালেন, অল্লু অর্জুনের বিরুদ্ধে তিনি নিজের অভিযোগ তুলে নিতে প্রস্তুত।
Allu Arjun Arrest: পুষ্পা ২-র (Pushpa 2) প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যাওয়া মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুলিশ গ্রেফতার করে অভিনেতা অল্লু অর্জুনকে। নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গ্রেফতারি এবং এফআইআর-কে চ্যালেঞ্জ করে তেলেঙ্গানা হাইকোর্টের দারস্ত হন অভিনেতা। এরই মাঝে মৃত মহিলার স্বামী সংবাদমাধ্যমে জানালেন, অল্লু অর্জুনের বিরুদ্ধে তিনি নিজের অভিযোগ তুলে নিতে প্রস্তুত।
দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন গ্রেফাতারি-কাণ্ডে (Allu Arjun Arrest) নয়া মোড়। শুক্রবার অভিনেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আনা হয় হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল টেস্টের জন্যে। এরপর সোজা পেশ করা হয় নিম্ন আদালতে। বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অল্লু পালটা হাইকোর্টের দারস্ত হয়েছেন। এরই মাঝে মৃত মহিলার স্বামীর বয়ান মামলার মোড় ঘোরাতে চলেছে। সংবাদমাধ্যম ভাস্কর জানালেন, 'এই গ্রেফতারির বিষয়ে আমি কিছুই জানতাম না। আমার ছেলে ছবি দেখার বায়না ধরেছিল তাই আমরা সেখানে গিয়েছিলাম। পদপিষ্ট হয়ে আমার স্ত্রীয়ের মৃত্যুতে অল্লু অর্জুনের কোন দায় নেই'। নিজের দায়ের করা অভিযোগ তুলে নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
অল্লুর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে প্রস্তুত, জানালেন রেবতীর স্বামী...
৪ ডিসেম্বর অভিনেতার 'পুষ্পা ২'এর প্রিমিয়ারে গিয়ে সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বছর ৩৫-এর রেবতী। তাঁর ন'বছরের ছেলে আহত হয়। এখনও হাসপাতালে ভর্তি সে। স্ত্রীয়ের মৃত্যুর পর রেবতীর স্বামী ভাস্কর সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অভিনেতা অল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ১০৫ এবং ১১৮(১) সহ আরও কিছু ধারায় এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার, ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছে পর্দার পুষ্পাকে।