Varun Dhawan: বিয়ের চার মাসেই 'বাবা' হলেন বরুণ, উপভোগ করছেন পিতৃত্বকে
করোনা লকডাউনের মধ্যে আলিবাগে দুই পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় নাতাশা দালালের সঙ্গে বিয়ে সারেন বরুণ ধাওয়ান । এক্কেবারে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে নাতাশার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বরুণ।
মুম্বই, ১৫ জুন: নাতাশা দালালের সঙ্গে বিয়ের পর এবার পিতৃত্বকে উপভোগ করছেন বরুণ ধাওয়ান। বিয়ের চার মাসের মধ্যেই তাঁদের পরিবারে হাজির নতুন সদস্য। কি অবাক লাগছে শুনে! তাহলে দেখুন এই ভিডিয়ো...
View this post on Instagram
তবে বরুণ-নাতাশার জীবনে এসেছে ছোট্ট পোষ্য। তাকেই নিজেদের সন্তানসম বলে বর্ণনা করছেন বলিউড (Bollywood) অভিনেতা। তব বরুণ ধাওয়ানের ওই ভিডিয়ো দেখে অনেকেই প্রথমে চমকে যান।
আরও পড়ুন: Nusrat Jahan: সম্পর্ক নিয়ে বিতর্ক, 'শক্তিশালী' মন্তব্যে সমালোচনার জবাব নুসরতের
করোনা লকডাউনের মধ্যে আলিবাগে দুই পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় নাতাশা দালালের (Natasha Dalal) সঙ্গে বিয়ে সারেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। এক্কেবারে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে নাতাশার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বরুণ। বিয়ের আগে মুক্তি পায় বরুণ ধাওয়ানের নতুন সিনেমা কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েল। এই সিনেমায় সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় বরুণকে।