Fahad Faasil: 'পুষ্পা টু'-এর পর বলিউডে পা রাখছেন ফাহাদ ফাসিল? কোন নায়িকার বিপরীতে শুনলে চমকে উঠবেন

গত এক মাস ধরে ইমতিয়াজ় আলির সঙ্গে ফাহাদ ফাসিলের আলোচনা চলছে ছবির বিষয়ে। দীর্ঘ এক মাস আলোচনার পর অবশেষে ফাহাদ ফাসিল এবং ইমতিয়াজ় আলি এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে এসে পৌঁছেছেন বলে খবর।

Fahad Faasil (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ ডিসেম্বর:  পুষ্পা টু-এর পর ফাহাদ ফাসিলকে  (Fahad Faasil) এবার দেখা যাবে বলিউডে (Bollywood)? এমনই গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, পরিচালক ইমতিয়াজ় আলির হাত ধরে বলিউডে নাকি পা রাখবেন পুষ্পা টু-এর এই 'রাফ অ্যান্ড টাফ' পুলিশ অফিসার। শুধু তাই নয়, ইমতিয়াজ় আলির এই ছবিতে তৃপ্তি দিমড়ির (Triptii Dimri) সঙ্গে ফাহাদ ফাসিল স্ক্রিন শেয়ার করবেন বলে শোনা যাচ্ছে। গত এক মাস ধরে ইমতিয়াজ় আলির সঙ্গে ফাহাদ ফাসিলের আলোচনা চলছে ছবির বিষয়ে। দীর্ঘ এক মাস আলোচনার পর অবশেষে ফাহাদ ফাসিল এবং ইমতিয়াজ় আলি এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে এসে পৌঁছেছেন বলে খবর।

২০২৫ সালের প্রথম দিকে ইমতিয়াজ় আলির ছবির শ্যুটিং শুরু করবেন বলে খবর। প্রসঙ্গত ইমতিয়াজ় আলির সঙ্গে ফাহাদ ফাসিলের এটি প্রথম ছবি হলেও, তৃপ্তি দিমড়ি লায়লা মজনুতে কাজ করেছেন। যে ছবিতে ইমতিয়াজ় আলির গল্পেই তৃপ্তি অভিনয় করেন। এবার এই পরিকল্পনা সিদ্ধ হলে এটি ইমতিয়াজ়ের সঙ্গে তৃপ্তির দ্বিতীয় কাজ হবে বলেই জানা যাচ্ছে।



@endif