Adnan Sami: সামান্য বিরতির পর আবার ফেরত এলেন গানের ওপারে, নতুন গানের টিজারে ফিরলেন আদনান
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ভিড়ে ভীষণ জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী আদনান সামি (Adnan Sami)। তবে নেটিজেনদের হতবাক করে আচমকাই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সমস্ত পোস্ট ও ছবি সরিয়ে নিয়েছিলেন তিনি। সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যাতে লেখা আছে আলবিদা।
আদনান সামির সোশ্যাল মিডিয়া থেকে এই উধাও হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর অনুগামীরাও।সেই চিন্তা থেকে দূর করতে এগিয়ে এলেন সারেগামা মিউজিক কোম্পানি। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন আদনান আবার ফিরছেন।সঙ্গে নতুন গানের টিজার ‘আলবিদা’ নামে। আদনানের চলে যাওয়াতে যে ভক্তরা চিন্তায় পড়ে গেছিলেন যে তিনি ইনস্টাগ্রাম বা সঙ্গীত ছেড়ে যাচ্ছেন কি না, তাঁরা নতুন এই পোস্ট দেখে নিশ্চই স্বস্তি পেয়েছেন।