Aabha Paul Wearing Saree: শাদা শাড়িতে আভা ছড়ালেন আভা পাল
'গন্দি বাত' খ্যাত অভিনেত্রী আভা পাল (Aabha Paul) আবারও শাড়ি পরা ভিডিয়ো পোস্ট করে উষ্ণতা ছড়ালেন।
নয়াদিল্লি : 'গন্দি বাত' খ্যাত অভিনেত্রী আভা পাল (Aabha Paul) আবারও শাড়ি পরা ভিডিয়ো পোস্ট করে উষ্ণতা ছড়ালেন। আভা পাল সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট শেয়ার করে থাকেন। সম্প্রতি আভা তাঁর একটি শাড়ি পরার ভিডিও শেয়ার করেছেন, ভিডিওয়ে তাঁকে খুব হট দেখাচ্ছে। ভিডিওয়েতে শাড়ির আচল ঠিক করতে দেখা যাচ্ছে আভাকে। সাদা শাড়িতে তাঁকে মন্ত্রমুগ্ধ দেখাচ্ছে। আভা ছবির ক্যপশনে লিখেছেন, ‘Unrolling elegance, one saree at a time’ ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। আভার শাড়ি পরা উষ্ণতায় ভরা ভিডিয়ো দেখে আপ্লুত অনুরাগীরা।
দেখুন ভিডিও
২০১৩ সালে তাঁকে প্রথম 'কামসূত্র ৩ ডি' (Kamasutra 3D) সিনেমায় দেখা যায়। তিনি গান্দি বাত এবং ট্রিপল এক্স (XXX) এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন।