Aabha Paul Video: ওয়ার্ক আউট পোশাকে আভার উষ্ণতায় ভরা ভিডিও দেখুন
আভা একটি শর্ট ওয়ার্ক আউট পোশাক পরে রয়েছেন। ভিডিওটির সঙ্গে তিনি একটি ফিটনেসের বার্তা শেয়ার করেছেন।
কলকাতা: আভা পাল সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে আভা একটি শর্ট ওয়ার্ক আউট পোশাক পরে রয়েছেন। ভিডিওটির সঙ্গে তিনি একটি ফিটনেসের বার্তা শেয়ার করেছেন। উষ্ণতায় ভরা আভার এই ভিডিয়ো দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। ২০১৩ সালে তাঁকে প্রথম 'কামসূত্র ৩ ডি' (Kamasutra 3D) সিনেমায় দেখা যায়। তিনি গান্দি বাত এবং ট্রিপল এক্স (XXX) এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে সাহসিকতা দেখিয়েছেন।
দেখুন ভিডিও