Thalapathy Vijay: মাদকসেবনে উস্কানির অভিযোগ, থালাপতি বিজয়ের বিরুদ্ধে দায়ের মামলা
সদ্য জন্মদিন গিয়েছে অভিনেতার। জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছে 'লিও'র গান 'না রেডি'। গান মুক্তি পেতেই আইনি জটিলতায় জড়ালেন বিজয়।
তালিম চলচ্চিত্র জগতের অন্যতম সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় (Thalapathy Vijay)। অনুরাগী মহলে তাঁকে নিয়ে উন্মাদনাও কম নয়। ছবি পিছু তাঁর পারিশ্রমিক হার মানাবে তাবড় তাবড় বলিউড অভিনেতাদের। বর্তমানে লোকেশ কনগরাজের থ্রিলার ছবি ‘লিও’র (Leo) শুটিংয়ে ব্যস্ত বিজয়। বছর শেষের আগেই ছবির মুক্তি। সদ্য জন্মদিন গিয়েছে অভিনেতার। জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছে 'লিও'র গান 'না রেডি' (Naa Ready)। গান মুক্তি পেতেই আইনি জটিলতায় জড়ালেন বিজয়। এই গানের মধ্যে দিয়ে মাদকাসক্তি এবং গুণ্ডামি সমাজে ছড়ানো হচ্ছে, দাবি তুলে লিও অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন চেন্নাই (Chennai) করুক্কুপেটের এক সমাজকর্মী।
আরও পড়ুনঃ বাবা শাহরুখের সঙ্গে পর্দায় মেয়ে সুহানা, পাঠান পরিচালকের হাত ধরে আসছে বাবা-মেয়ে জুটি
অভিনেতা বিজয়ের (Thalapathy Vijay) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন সেলভম নামের ওই সমাজকর্মী। অভিযোগে তিনি জানান, না রেডি গানের বেশ কিছু লাইন রয়েছে যা মাদকসেবন এবং গুণ্ডামিকে আরও বেশি করে প্ররোচনা দিচ্ছে। এছাড়াও ছবির গানের মধ্যে দিয়ে অভিনেতা ধূমপান এবং মদ্যপানকে উস্কানি দিচ্ছেন। যুব সমাজে কুবার্তা প্রেরণ করছে এই গান। পুলিশি অভিযোগে সেলভম এও জানান, অভিনেতা বিজয়ের বিরুদ্ধে তিনি আদালতেও একটি মামলা দায়ের করেছেন।
যদিও এই প্রসঙ্গে অভিনেতা (Thalapathy Vijay) কিনবা লিও নির্মাতাদের তরফে এখনও কোন কিছু জানানো হয়নি।