Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



PM Modi To Watch Vikrant Massey's 'The Sabarmati Report': অভিনয় থেকে অবসর নিচ্ছেন বিক্রান্ত, ঘোষণার পর 'দ্য সবরমতী রিপোর্ট' দেখবেন প্রধানমন্ত্রী | 🎥 LatestLY

PM Modi To Watch Vikrant Massey's 'The Sabarmati Report': অভিনয় থেকে অবসর নিচ্ছেন বিক্রান্ত, ঘোষণার পর 'দ্য সবরমতী রিপোর্ট' দেখবেন প্রধানমন্ত্রী

সিনেমা মুক্তির পরপরই দ্য সবরমতী রিপোর্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, সত্য কখনও চাপা থাকে না। মিথ্যে রটনা বেশিদিন চলে না। সত্য সব সময় প্রকাশ পায় বলে ওই ছবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Narendra Modi, Vikrant Massey (Photo Credit: Instagram)

দিল্লি, ২ ডিসেম্বর: 'দ্য সবরমতী রিপোর্ট' (The Sabarmati Report) দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সোমবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বালযোগী অডিটরিয়াম হলে বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) অভিনীত দ্য সবরমতী রিপোর্ট প্রধানমন্ত্রী দেখবেন বলে খবর। ২০০২ সালে গোধরাকাণ্ড নিয়ে তৈরি দ্য সবরমতী রিপোর্ট। গোধরাকাণ্ডের উপর নির্মিত সিনেমাই সোমবার প্রধানমন্ত্রী দেখবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব দ্য সবরমতী রিপোর্ট দেখেছেন। এবার তা দেখবেন প্রধানমন্ত্রী।

দ্য সবরমতী রিপোর্ট-এ বিক্রান্ত ম্যাসির পাশাপাশি রয়েছেন অভিনেত্রী রিধি ডোগরাও। তবে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে বিক্রান্তকে। রয়েছেন অভিনেত্রী রাশি খান্নাও। পরিচালক ধীরজ সারানের পরিচালনায় তৈরি এই ছবি গত ১৫ নভেম্বর ভারত জুড়ে মুক্তি পায়।

আরও পড়ুন: Vikrant Massey Retirement: মন খারাপ বিক্রান্ত ভক্তদের, পর্দায় আর দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে!

প্রসঙ্গত সিনেমা মুক্তির পরপরই দ্য সবরমতী রিপোর্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, সত্য কখনও চাপা থাকে না। মিথ্যে রটনা বেশিদিন চলে না। সত্য সব সময় প্রকাশ পায় বলে ওই ছবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।  প্রশংসা পাওয়ার পর অবশেষে বিক্রান্ত, রিধি, রাশি খান্নাদের সিনেমা দেখবেন নরেন্দ্র মোদী।

এদিকে বিক্রান্ত মেসি যখন অভিনয় থেকে অবসর গ্রহণের কথা জানিয়েছেন, ঠিক সেই সময় অভিনেতার অন্যতম বহুল চর্চিত সিনেমা দেখতে চলেছেন প্রধানমন্ত্রী। ফলে বিক্রান্ত এরপর নিজের সিদ্ধান্ত বদলান কি না, সেদিকে তাকিয়ে তাঁর অনুরাগীরা।