Maruti Suzuki Launches Swift 2021: বাজারে এল মারুতি সুজুকির নতুন সুইফট, দাম শুরু ৫.৭৩ লাখ থেকে
নতুন গাড়ি বাজারে আনল মারুতি সুজুকি (Maruti Suzuki)। আজ নতুন সুইফট ২০২১ (Swift 2021) বাজারে আনল তারা। এই গাড়ি সংশোধিত ফ্রন্ট ফ্যাসিয়া এবং তিনটি নতুন ডুয়াল-টোন রঙে পাওয়া যাবে। এছাড়াও গাড়িটিতে স্টার্ট-স্টপ প্রযুক্তির পাশাপাশি একটি নতুন মাল্টি-ইনফরমেশন ডিসপ্লেও যোগ করা হয়েছে। মারুতি সুজুকি নতুন সুইফট ফেসলিফ্টের সঙ্গে ক্রুজ কন্ট্রোলও চালু করেছে। মারুতি আরও দাবি করেছে যে নতুন মডেলে আরও শক্তিশালী ইঞ্জিন থাকছে।
নতুন গাড়ি বাজারে আনল মারুতি সুজুকি (Maruti Suzuki)। আজ নতুন সুইফট ২০২১ (Swift 2021) বাজারে আনল তারা। এই গাড়ি সংশোধিত ফ্রন্ট ফ্যাসিয়া এবং তিনটি নতুন ডুয়াল-টোন রঙে পাওয়া যাবে। এছাড়াও গাড়িটিতে স্টার্ট-স্টপ প্রযুক্তির পাশাপাশি একটি নতুন মাল্টি-ইনফরমেশন ডিসপ্লেও যোগ করা হয়েছে। মারুতি সুজুকি নতুন সুইফট ফেসলিফ্টের সঙ্গে ক্রুজ কন্ট্রোলও চালু করেছে। মারুতি আরও দাবি করেছে যে নতুন মডেলে আরও শক্তিশালী ইঞ্জিন থাকছে।
কী কী থাকছে গাড়িতে:
নতুন সুইফটটি আইডল স্টার্ট স্টপ (আইএসএস) প্রযুক্তি সহ কে-সিরিজের ডুয়েল জেট ডুয়াল ভিভিটি ইঞ্জিন থাকছে। সংস্থাটি দাবি করেছে যে ডুয়াল জেট প্রযুক্তি ব্যবহারের ফলে গাড়ির জ্বালানি কম পুড়বে ও ধোঁয়া কম নির্গত হবে। গড়ে প্রতি লিটারে ২৩ কিলোমিটার মাইলেজ দেবে গাড়ি।
ভারতের সব থেকে জনপ্রিয় হ্যাচব্যাক গাড়িগুলির অন্যতম সুইফটের নতুন ভার্সন ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় গিয়ার শিফট উভয় ক্ষেত্রেই উপলব্ধ। দাম শুরু হবে ৫ লাখ ৭৩ হাজার থেকে। সর্বোচ্চ দাম ৮ লাখ ৪১ হাজার টাকা।