Mahindra Thar SUV Launch: মাত্র ৯ লাখ ৮০ হাজার টাকায় মাহিন্দ্রা লঞ্চ করল থর সাভ, দেখে নিন ফিচার আর রঙের বাহার
Mahindra & Mahindra অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল একেবারে নিত্যনতুন ডিজাইনের থর সাভ। অনলাইনে এই গাড়িটি আপনি বুক করতে পারবেন মাহিন্দ্রার অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা দেশজুড়ে থাকা যেকোনও মাহিন্দ্রার ডিলারশিপে। 2.0-litre mStallion TGDi Petrol এবং 2.2-litre mHawk Diesel- এই দু'টি ইঞ্জিনের রকমফেরে আপনি পেয়ে যাবেন গাড়িটি।
Mahindra & Mahindra অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল একেবারে নিত্যনতুন ডিজাইনের থর সাভ। অনলাইনে এই গাড়িটি আপনি বুক করতে পারবেন মাহিন্দ্রার অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা দেশজুড়ে থাকা যেকোনও মাহিন্দ্রার ডিলারশিপে। 2.0-litre mStallion TGDi Petrol এবং 2.2-litre mHawk Diesel- এই দু'টি ইঞ্জিনের রকমফেরে আপনি পেয়ে যাবেন গাড়িটি।
৬টি দুর্দান্ত রঙের অপশন রয়েছে সাভে- লাল (Red Rage), কপার (Mystic Copper), ধূসর (Galaxy Grey), কালো (Napoli Black), বেজ (Rocky Beige) & অ্যাকুয়ামেরিন (Aquamarine)। মাহিন্দ্রার নিউ থর সাভে রয়েছে ৬ স্পিড টরক কনভার্টার ট্রান্সমিশন এবং ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। মাহিন্দ্রার নতুন এই সাভে রয়েছে কনভার্টিবল হার্ড টপ এবং সফট টপ কনফিগারেশন।
গাড়ির মধ্যে রয়েছে একেবারে নতুন লঞ্চ হওয়া থার স্পোর্টস ৪ নিউ ফ্রন্ট ফেসিং সিট এবং ২+৪ সাইড-ফেসিং সিট। সুরক্ষার কথা ভেবে এতে রয়েছে দু'টি এয়ারব্যাগ এবং রোলওভার মিটিগেশন-সহ ABS-সহ EBD, ESP ও হিল হোল্ড এবং হিল ডিসেন্ট কন্ট্রোল। মাহিন্দ্রা থর সাভের দাম ৯.৮০ লাখ (শোরুমের বাইরে) যেখানে টপ-এন্ড মডেল মিলছে ১৩.৭৫ লাখ (শো-রুম)-র বাইরে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)