কাওয়াসাকি ডব্লিউ ৮০০ স্ট্রিট(Photo Credit: Social media)

পুরাতনেই ফ্যাশন খুঁজে নিচ্ছে আজকের জেনারেশন নেক্সট। তাই রেট্রো লুকের আকাশছোঁয়া জনপ্রিয়তা। সেই চাহিদার কথা মাথায় রেখেই শাড়ি থেকে জুতো চশমা থেকে ব্যাগ সবেতেই পুরোনো ডিজাইন ফিরছে। এবার বাইকের জগতে আসছে ছয়ের দশকের ছোঁয়া। জাপানিজ বাইক প্রস্তুতকারক সংস্থা ভারতের বাজারে আনল দীর্ঘ প্রতীক্ষিত কাওয়াসাকি ডব্লু ৮০০ স্ট্রিট। ১৯৬৫ সালে এই বাইক তৈরি করতে সংস্থাটি। সেই বিপুল জনপ্রিয় ‘ডব্লু’ সিরিজের আদলেই তৈরি করা হয়েছে এই নতুন বাইক।ভারতের বাজারে বাইকটির মূল্য হিসেবে ধার্য হয়েছে ৭.৯৯ লক্ষ টাকা। আরও পড়ুন-এই মাসেই ভারতের বাজারে আসছে ‘মেড ইন চায়না’ বাইক

কাওয়াসাকি ডব্লু ৮০০ স্ট্রিট বাইকে থাকছে ৩২০এমএমের একক ডিস্ক ব্রেক, দুটি পিস্টন ক্যালিপারের(পাদানি) সঙ্গে। লম্বা হান্ডেলবার থাকায় চালকের বসার ধরনও হবে সঠিক এবং আরামদায়ক। বাইকটির রেট্রো লুককে সম্পূর্ণ করতে দেওয়া হয়েছে স্পোক লাগানো চাকা, যা আগে বাইকে ব্যবহৃত হতো। কাওয়াসাকির এই নতুন বাইকটি পাওয়া যাবে যেকোনও একটি রঙে, সেটি ‘মেটালিক ফ্ল্যাট স্পার্ক ব্ল্যাক’ নাকি ‘মেটালিক ম্যাটে গ্রাফাইট গ্রে’ হবে তা এখনও জানানো হয়নি এই জাপানিজ সংস্থাটির তরফ থেকে। তবে এই বাইকের প্রথম ভাগটি লিমিটেড এডিশন হিসাবে আনা হচ্ছে, তাই একটি নির্দিষ্ট সংখ্যায় অগ্রিম বুকিং পৌঁছে গেলে আর বুকিং নেওয়া হবে না। আগস্ট মাসের মাঝ থেকেই এই বাইক গ্রাহকদের জন্য বাজারে পাওয়া যাবে।

বাহ্যিক ডিজাইনের দিক থেকে পুরাতনী স্টাইল বজায় রাখলেও নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়েই এই বাইকটি তৈরি করা হয়েছে। বাইকটির সমগ্র বডিতে ব্যবহার করা হয়েছে মেটাল ডিজাইন ‘ডব্লু ১’ বাইকটির মতোই। পুরোনো ডিজাইনের গোল হেডল্যাম্পে দেওয়া হয়েছে এলইডি লাইট এবং টুইন পড ইন্সট্রুমেন্ট কনসোলে ব্যবহৃত হয়েছে মাল্টি ফাংশনাল এলইডি স্ক্রিন। হেডলাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয়েছে দুটি গোলাকার ইন্ডিকেটরও। নতুন ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক এবং দু’টি একজস্ট পাইপও রয়েছে এই বাইকে। চালকের আরামের কথা ভেবেই তৈরি করা হয়েছে এর সিট। এর ভিন্টেজ স্টাইল বাইক আরোহীকে ছয়ের দশকের অনুভূতিই দেবে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

KL Rahul And Athiy's Wedding Gifts: কে এল রাহুলের বিয়েতে ৮০ লক্ষ টাকার বাইক উপহার ধোনির

PSG vs Kawasaki Frontale Live Streaming: আজ প্রীতি ম্যাচে কাওয়াসাকি ফ্রন্টালের বিরুদ্ধে নামছে পিএসজি; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরকারি সম্প্রচার?

জাপানের রাজপথে আততায়ীর হত্যালীলার শিকার শিশু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Tesla Layoffs: ফের কর্মী ছাঁটাই, এলন মাস্কের টেসলা থেকে চাকরি যাচ্ছে বহু মানুষের

GPS Toll Collection Date: লম্বা লাইনের থেকে মুক্তি, আগামী বছরের মার্চ থেকে দেশে শুরু জিপিএসের মাধ্যমে টোল আদায় (দেখুন বিস্তারিত)

Jyotipriya Mallick: জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব সামলাবেন বীরবাহু হাঁসদা

General Motors Layoffs: ক্যানসাসে বন্ধ কারখানা! ২০০০ শ্রমিকের চাকরিচ্যুতির জন্য ধর্মঘটকারীদের দায়ী করল জেনারেল মোটরস

Tata NEXON: নতুন বৈশিষ্ট্য নিয়ে এল নেক্সন, জেনে নিন কী নতুন বিশেষত্ব রয়েছে এই গাড়িতে