
Aabha Paul: সোশ্যাল মিডিয়ায় একটি নতুন হট ছবি পোস্ট করেছেন আভা পল। যা দেখে উত্তেজনার পারদ চড়েছে ভক্তদের মধ্যে। অনুরাগীদের মাঝে সাড়া ফেলেছে দিয়েছে আভা পলের এই হট ও সেক্সি লুক। একটি ট্রাডিশনাল অথচ গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা যার ওপর সূক্ষ্ম সোনালী এবং ফুলের কাজ করা আছে। তার ব্লাউজটি অনেকটাই খোলা। বোল্ড এবং প্লাঞ্জিং নেকলাইন যুক্ত। ঝুঁকে লুক দিয়েছেন আভা। একেবারে সাহসী লুক। দেখা যাচ্ছে ক্লিভেজ। শরীরের এই অংশ দেখে নেট দুনিয়া তোলপাড়।
শরীরে শাড়ির পল্লুটি পড়েছে একপাশে, এবং সেটিতে রয়েছে হালকা নীল আলো পড়ে একটি ড্রামাটিক এফেক্ট তৈরি হয়েছে। গয়না পড়েছেন আভা। তার এই লুক রাণীর মতো লাগছে।
অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। আভা পল সব সময় হট ও সেক্সি ছবি, ভিডিও পোষ্ট করেন তার সামাজিক মাধ্যমে। সেখানে বোল্ড অবতারে হাজির হন। বেশ কিছু সিনেমায় সাহসী চরিত্রে অভিনয় করেছেন। সেখান থেকেই জনপ্রিয়তা পান তিনি। এখনো সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন। তার ভক্তরা সব সময় অপেক্ষায় থাকে আভাকে নতুন রূপে দেখার জন্য।