Mahmud Abbas: গাজায় সফরে জন্য প্রাণ দিতেও রাজি, মন্তব্য প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের

ইজরায়েল ও হামাসের মধ্যে এখন যুদ্ধ অব্যাহত। বিগত কয়েকমাসে গাজায় ইজরায়েলি সেনা ধ্বংসলীলা চালিয়েছে তাতে মহিলা ও শিশু মিলিয়ে মোট ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ইজরায়েল ও হামাসের মধ্যে এখন যুদ্ধ অব্যাহত। বিগত কয়েকমাসে গাজায় ইজরায়েলি সেনা ধ্বংসলীলা চালিয়েছে তাতে মহিলা ও শিশু মিলিয়ে মোট ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমনকী মাসখানেক আগে ইরানে হামলা চালিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে খুন করার পর থেকেই প্যালেস্তাইনের মিত্রশক্তিগুলি ইজরায়েলের ওপর কড়া নজর রাখছে। এবার প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস (Mahmud Abbas) স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি গাজা সফরে খুব শীঘ্রই যাবেন। তবে সেখানে যাওয়া মানে নিজের প্রাণের বাজি নিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, জীবনের পরোয়া না করে তিনি গাজায় গিয়ে বিধ্বস্ত এলাকায় পরিদর্শন করবেন।

চলতি সপ্তাহে রাশিয়া সফরে গিয়েছিলেন মাহমুদ আব্বাস। সেখান থেকে তুরস্কে যান তিনি। তুরস্কের পার্লামেন্টে বৃহস্পতিবার তিনি বলেন, গাজা ছাড়া প্যালেস্তাইন গড়া যাবে না। আমি গাজার জন্য লড়বো। একজন শিশুর থেকে দামী আমার জীবন হতে পারে না। তাই আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে গাজা সফর করব। তারজন্য যদি প্রাণের ঝুঁকি নিতে হয় সেটা নিতেও আমি পিছু হটবো না।

প্রসঙ্গত, হানিয়ার মৃত্যুর পর লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর সেনা কমান্ডার ফুয়াদ শুকুরকেও খতম করে ইজরায়েল। তারপর থেকে প্রতিনিয়ত ইজরায়েলের ওপর হামলার চক্রান্ত চালাচ্ছে ইরান, লেবাননের মতো দেশগুলি। তবে আমেরিকার মধ্যস্থতায় এখনও পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে।