US Man Sues Alaska Airlines: মাঝআকাশে পোষ্যের মৃত্যু, বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মালিকের
বিমানের মধ্যে শ্বাসকষ্টের জেরে মৃত্যু হল একটি কুকুরের। আর সেই কারণে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিল এক যাত্রী।
বিমানের মধ্যে শ্বাসকষ্টের জেরে মৃত্যু হল একটি কুকুরের। আর সেই কারণে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিল এক যাত্রী। জানা যাচ্ছে, সম্প্রতি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিস্কোগামী আলাস্কা এয়ারলাইনের (Alaska Airlines) একটি বিমানে এই ঘটনাটি ঘটেছে। মাইকেল কন্টিল্লো নামে এক সান ফ্রান্সিস্কোর বাসিন্দা তাঁর বাবা ও দুই পোষ্য বুলডগ নিয়ে বিমানে উঠেছিলেন। শুধুমাত্র পোষ্যদের সুবিধার জন্য বিজনেস ক্লাসের টিকিট বুক করেছিলেন তিনি। এমনকী এয়ারপোর্টে কুকুরদের শারীরিক পরীক্ষাও হয়, যেখানে পশু চিকিৎসকরা সবুজ সংকেত দেন বিমানযাত্রার জন্য।
জানা যাচ্ছে, কন্টিল্লো প্রথমের দিকে সিট বুক করেছিলেন। কিন্তু বিমানকর্মীরা পোষ্যদের স্বাস্থ্যের কখা ভেবে পেছনের দিকের আসন বসার পরামর্শ দেন। কিন্তু ওই ব্যক্তি তা বারণ করেন। এরপর বিমানটি যখন সান ফ্রান্সিস্কোতে পৌঁছায় তখন দেখা যায় একটি পোষ্যের মৃত্যু হয়। চিকিৎসকরা ময়না তদন্ত করে জানতে পারে যে শ্বাসকষ্টের কারণেই মৃত্যু হয়েছে ওই সারমেয়র। আর সেই কারণে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ওই ব্যক্তি।