Maitree Express Attack: জঙ্গি যোগ! বাংলাদেশের পাবনায় মৈত্রী এক্সপ্রেসের উপর বোমা হামলা দুষ্কৃতীদের
বুধবার ভরদুপুরে বাংলাদেশে পরপর দুটি বোমা ছোঁড়া হল ভারতের কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরডি জংশনের কাছে।
পাবনা: বুধবার ভরদুপুরে বাংলাদেশে (Bangladesh) পরপর দুটি বোমা (bombs) ছোঁড়া হল ভারতের (India) কলকাতা (Kolkata) থেকে ঢাকাগামী (Dhaka) মৈত্রী এক্সপ্রেসে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পাবনা (Pabna) জেলার ঈশ্বরডি জংশনের (Ishwardi junction) কাছে। বিস্ফোরণের শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা থেকে ছেড়ে ছিল ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। কলকাতার থেকে ঢাকা আসার পথে ট্রেনটি যখন পাবনা জেলার ঈশ্বরডি জংশনের কাছে, সেই সময় ট্রেনটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রল বোমা ছোঁড়া হয়। রেললাইনের পাশে পরে সেগুলি ফাটার পরই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন যাত্রীরা। চারিদিকে প্রবল আতঙ্ক ছড়ালেও কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ঈশ্বরডি থানার আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে কোনও যাত্রী আহত হননি। তবে ট্রেনের একটা জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে আর গায়েও হামলার চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থলেও বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে। তবে এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। কলকাতা থেকে ঢাকামুখী মৈত্রী এক্সপ্রেস যথাসময়েই গন্তব্যে পৌঁছেছে। কে বা কারা ওই হামলা চালাল এবং দু’দেশের সুসম্পর্কের প্রতীক এই ট্রেনের ক্ষতি করার চেষ্টা করল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েলকে সাহায্য করলে মূল্য চোকাতে হবে আমেরিকার, বলল ইরান