Travel Advisory For Pakistan: উত্তপ্ত পাকিস্তান, ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করল তিন দেশ
ইমরান গ্রেফতারির প্রতিবাদে পিটিআই সমর্থকরা রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন প্রদেশে বিক্ষোভ ছড়াচ্ছে। পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি বিচার করে মার্কিন দূতাবাস একটি ভ্রমণ নির্দেশিকা জারি করেছেন।
ইসলামাবাদ, ১০ মেঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানকে (Imran Khan) গ্রেফতারির পর থেকেই বিশৃঙ্খলা পরিস্থতি তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। ইমরান গ্রেফতারির প্রতিবাদে পিটিআই সমর্থকরা রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন প্রদেশে বিক্ষোভ ছড়াচ্ছে। এমন উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানে ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা। পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি বিচার করে মার্কিন দূতাবাস একটি ভ্রমণ নির্দেশিকা জারি করেছেন (Travel Advisory For Pakistan)।
বুধবার বিবৃতি জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা তাঁদের নাগরিক এবং দূতাবাসের কর্মীদের জন্যে একটি ভ্রমণ সতর্কতামূলক পরামর্শ জারি করেছে (Travel Advisory For Pakistan)। যাতে উল্লেখ করা হয়েছে, কাশ্মীর, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে এই মুহূর্তে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। কানাডিয়ান হাই কমিশন জানিয়েছে, সন্ত্রাস, অশান্তি এবং অপহরণের পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। পশ্চিমা স্টাইলের রেস্তোরাঁ, শপিং মলে সতর্ক থাকতে হবে বিদেশি নাগরিকদের। এছাড়াও যে সমস্ত এলাকায় বিক্ষোভ হচ্ছে সে সমস্ত স্থান এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে ওই ভ্রমণ নির্দেশিকায়। পাকিস্তানে থাকা সমস্ত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনসমাগম স্থান এড়িয়ে চলার জন্যেও অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাক রেঞ্জারদের হাতে গ্রেফতার হয়েছেন পিটিআই প্রধান ইমরান খান (Imran Khan)। প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভে উন্মত্ত হয়েছেন তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা। যার জেরেই তড়িঘড়ি সে দেশের মার্কিন নাগরিকদের জন্যে এই ভ্রমণ নির্দেশিকা (Travel Advisory For Pakistan) জারি করেছে কানাডা (Canada), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য।