Khyber Pakhtunkhwa: খাইবার পাখতুনখোয়া দখল করে শরিয়া আইন চালু করতে চায় পাকিস্তানি তালিবান

টিটিপি ছাড়াও বালোচিস্তান লিবারেশন আর্মি ও ইসলামিক স্টেট-খোরসান গ্রুপ (IS-K) পাকিস্তানে ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে বলেও জানা গেছে।

প্রতীকী ছবি

ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) পরিস্থিতি (condition) ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে। একদিকে দেশে দেখা দিয়েছে চরম আর্থিক সঙ্কট ও খাদ্যাভাব। এর ফলে অভ্যন্তরীণ রাজনীতিও টালমাটাল অবস্থায় রয়েছে। এর মধ্যেই জানা গেল, আফগানিস্তান (Afghanistan) সীমান্তের (border) লাগোয়া খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) এলাকাকে শাহবাজ শরিফের সরকার (Shehbaz Sharif-led government) থেকে মুক্ত করে সেখানে শরিয়া আইন (Sharia rule) চালু করতে চাইছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (Tehreek-i-Taliban Pakistan)।

সম্প্রতি আমেরিকার স্বরাষ্ট্র দফতরের (US State Department report) থেকে প্রকাশিত একটি রিপোর্টে জানা গেছে, পাকিস্তানজুড়েই সন্ত্রাসবাদী কাজকর্ম অনেকগুণে বাড়িয়েছে তেহেরিক-ই-তালিবান পাকিস্তান। আর এবার তাদের পরিকল্পনা হল, খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারকে ছুঁড়ে (throw) ফেলে দিয়ে সেখানকার প্রশাসন (state) ও সেনার (military) বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে ওই এলাকায় শরিয়া আইন চালু করা ।

ওই রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে তেহেরিক-ই-তালিবান পাকিস্তানকে সম্পূর্ণ মদত দিচ্ছে আল কায়েদা (al-Qaeda)। কুখ্যাত এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের কিছু নেতা তেহেরিক-ই-তালিবানকে ব্যবহার করে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে (Afghanistan-Pakistan border) থাকা পাশতুন এলাকাকে সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে। সেই সঙ্গে পাকিস্তানের শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে টিটিপি(TTP)-কে আল কায়েদার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ও তাদের জঙ্গিদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে।

টিটিপি ছাড়াও বালোচিস্তান লিবারেশন আর্মি (Balochistan Liberation Army) ও ইসলামিক স্টেট-খোরসান গ্রুপ (IS-K) *Islamic State-Khorasan group) পাকিস্তানে ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে বলেও জানা গেছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now