O‌MG:পাস্তার কম্পিউটার দেখেছেন কখনও?‌

পাস্তা(Pasta)। নামটা শুনলে জিভে জল চলে আসে এমন লোকের অভাব নেই দেশে।

পাস্তা দিয়ে তৈরি কম্পিউটার. (credit-FB)

৭মে,২০১৯: পাস্তা(Pasta)। নামটা শুনলে জিভে জল চলে আসে এমন লোকের অভাব নেই দেশে। কখনও কী ভেবেছেন পাস্তা দিয়ে কম্পিউটার (Computer)বানানো যায়। শুনেই চমকে উঠবেন অনেকে। ভাববেন হয়তো খাবার নতুন কোনও জিনিস। কিন্তু বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন মিকা ল্যাপলান্তে। এতোটাই পাস্তা ভালবাসেন তিনি যে একদিন তাঁর স্ত্রী বলেছিলেন এবার পাস্তা দিয়ে কম্পিউটার বানিয়ে দেব। সেই থেকে মনে মধ্যে কথাটা বাসা বেঁধে ছিল। তাকেই বাস্তবে পরিণত করে ফেললেন মিকা(Mica)। তৈরি করে ফেললেন আস্ত একটি পাস্তার কম্পিউটার। ছোট ল্যাপটপ বলা ভাল। আসলে নিজের ল্যাপটপটা একেবারে পাস্তা দিয়ে মুড়ে ফেলেছেন তিনি।

অনেকেই শুনে আঁতকে উঠবেন। ভাববেন হয়তো দামী লেপটপটা গেল বোধ হয়। কিন্তু আশ্চর্যের বিষয় দিব্য চলছে সেই পাস্তা ল্যাপটপ।



@endif