ISIS New Leader: নতুন আইসিস প্রধান আমির মহম্মদ সইদ আবদাল রহমাল মাওলাকে ধরতে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা আমেরিকার
ইসলামিক স্টেটের নয়া প্রধানকে ধরতে দ্বিগুণ আর্থিক পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসের নতুন প্রধানের নাম আমির মহম্মদ সইদ আবদাল রহমাল মাওলা (Amir Muhammad Sa'id Abdal-Rahma al-Mawla)। তাকে ধরে দিলে মার্কিন সরকার দেবে ১০ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭৫ কোটি ৫৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা। এই আল মাওলা আবার হাজি আবদাল্লা এবং আবু উমর আল তুর্কমানি নামেও পরিচিত। ২০১৯-এর অক্টোবরে আইসিস প্রধান আবু বকর আল বাগদাদি খতম হয় মার্কিন সেনার হামলায়। এই বাগদাদিকে ধরিয়ে দেওয়ার জন্যও ২০১১ সালে মার্কিন সরকার পুরষ্কার ঘোষণা করেছিল। পরে সেই পুরস্কারের আর্থিক অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়।
ওয়াশিংটন, ২৬ জুন: ইসলামিক স্টেটের নয়া প্রধানকে ধরতে দ্বিগুণ আর্থিক পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসের নতুন প্রধানের নাম আমির মহম্মদ সইদ আবদাল রহমাল মাওলা (Amir Muhammad Sa'id Abdal-Rahma al-Mawla)। তাকে ধরে দিলে মার্কিন সরকার দেবে ১০ মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭৫ কোটি ৫৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা। এই আল মাওলা আবার হাজি আবদাল্লা এবং আবু উমর আল তুর্কমানি নামেও পরিচিত। ২০১৯-এর অক্টোবরে আইসিস প্রধান আবু বকর আল বাগদাদি খতম হয় মার্কিন সেনার হামলায়। এই বাগদাদিকে ধরিয়ে দেওয়ার জন্যও ২০১১ সালে মার্কিন সরকার পুরষ্কার ঘোষণা করেছিল। পরে সেই পুরস্কারের আর্থিক অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়।
আবু বকর আল-বাগদাদির আসল পরিচয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আল বাগদাদির আসল নাম ইব্রাহিম আওয়াদ আল-বদরি বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দাবি করা হয়। জানা যায়, ১৯৭১ সালে ইরাকের সামারার কাছে এক সুন্নি পরিবারে তার জন্ম হয়েছিল। অল্প বয়সে গভীর ভাবে ধর্মের দিকে ঝুঁকে পড়েন। ইসলামিক স্টাডিজে স্নাতক পাশ করে, কোরানিক স্টাডিজে স্নাতকোত্তর এবং পিএইচডি করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর অক্টোবরে আল-বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেছিলেন। ট্রাম্প জানান, ইসলামিক স্টেট গ্রুপের পলাতক নেতা আবু বকর আল-বাগদাদিকে খতম করেছে মার্কিন বিশেষ বাহিনী। ট্রাম্পের ভাষায়, 'বিশ্বের শীর্ষ সন্ত্রাসবাদী আবু বকর আল-বাগদাদিকে বিচারের আওতায় এনেছেন মার্কিন সেনারা।' আরও পড়ুন-Fuel Prices Today: রাজধানীতে পেট্রোলকে পিছনে ফেলে এগিয়ে ডিজেল, ২০ দিনেও ফের অগ্নিমূল্য জ্বালানি তেল
বাগদাদির উত্তরসূরি হিসেবেই আইসিসের প্রধান পদে বসা আল-মাওলার জন্ম ইরাকের মসুলে, ১৯৭৬ সালে। আইসিসে যোগ দেওয়ার আগে ইরাকে আল-কায়দা (al-Qaeda in Iraq)-র বরিষ্ঠ সন্ত্রাসবাদী নেতা (terrorist leader in ISIS) হিসেবে কাজ করেছেন। আইসিসে যোগ দেন বাগদাদির ডেপুটি হয়ে। আইসিস-এর অন্যতম বরিষ্ঠ মতাদর্শী হিসাবে আল-মাওলা (Al-Mawla)-ও উত্তর-পশ্চিম ইরাকে ইয়াজিদি ধর্মীয় সংখ্যালঘু অপহরণ, হত্যা থেকে পাচার, সবকিছুর সঙ্গেই জড়িত বলে মার্কিন দাবি। ২০২০-র ১৮ মার্চ আল-মাওলাকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' তকমা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)