Israel: ইজরায়েলি বায়ু সেনার হামলায় খতম হেজবুল্লা তিন সদস্য, মৃত্যু নিশ্চিত করল তেল আভিভ

ফের হেজবুল্লার ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল। জানা যাচ্ছে, শনিবার বিনত জবাইল এলাকায় ইজরায়েলি বায়ু সেনা হামলা চালায়।

Hezbollah Attack on Israel (Photo Credits: X)

ফের হেজবুল্লার (Hezbollah) ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল। জানা যাচ্ছে, শনিবার বিনত জবাইল এলাকায় ইজরায়েলি বায়ু সেনা হামলা চালায়। আর তাতেই মৃত্যু হয়েছে তিন সদস্যের। এদের মধ্যে হেজবুল্লার কমান্ডার আহমেদ জাফর মাতুক (Ahmed Jafar Maatouk) রয়েছে বলে জানিয়েছে তেল আভিভ। এছাড়া আর্টিলারি বিভাগের দুই সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর। এই হামলাকে লেবাননের সশস্ত্র বাহিনীর ওপর সফল হামলা বলে দাবি করছে ইজরায়েলি বায়ু সেনা। যদিও এই হামলা প্রসঙ্গে লেবানন বা হেজবুল্লার পক্ষ থেকে কিছু বলা হয়নি।

ইজরায়েলি বায়ু সেনা এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, দক্ষিণ লেবানন বিনত জবাইল এলাকায় হেজবুল্লার ঘাঁটি  থেকে ইদানিং একাধিক হামলা করা হয়ছিল। স্থানীয় বাসিন্দা ও আইডিএফের ওপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলা করা হয়ছিল। যার জবাব এদিন দেওয়া হয়েছে। অন্যদিকে এর একদিন আগেই ইরানেও হামলা চালিয়েছে ইজরায়েল। আর সেই হামলাতেও ইরানি সেনাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।