Taliban: 'কাটা না গোটা ফল কিনবেন', মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য তালিবানের, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে এক তালিবান সদস্য হিজাব ছাড়া মহিলাদের 'কাটা ফলের' সঙ্গে তুলনা করেন। এমনকী, কেউ বাজারে গেলে গোটা মেলন কিনবেন না কাটা মেলন কিনবেন বলেও সংবাদমাধ্যমের সামনে প্রশ্ন ছুঁড়তে দেখা যায় ওই ব্যক্তিকে।

Taliban (Photo Credit: File Photo)

কাবুল, ৮ সেপ্টেম্বর: শরিয়তি নিয়ম মেনে মহিলাদের পড়াশোনা এবং চাকরির সুযোগ দেওয়া হবে। আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতায় আসার পর এমনই মন্তব্য করা হয় তালিবানের (Taliban) তরফে। যা নিয়ে জল্পনা শুরু হওয়ার পর এবার ফের মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করল তালিবান।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে এক তালিবান সদস্য হিজাব ( Hijab) ছাড়া মহিলাদের 'কাটা ফলের' সঙ্গে তুলনা করেন। এমনকী, কেউ বাজারে গেলে গোটা মেলন কিনবেন না কাটা মেলন কিনবেন বলেও সংবাদমাধ্যমের সামনে প্রশ্ন ছুঁড়তে দেখা যায় ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: Taliban: 'পিএইচডি, মাস্টার ডিগ্রির মূল্য নেই, ক্ষমতায় মোল্লারা' দাবি তালিবান শিক্ষামন্ত্রীর

দেখুন মহিলাদের নিয়ে কী বললেন ওই তালিবান সদস্য...

 

মহিলাদের নিয়ে তালিবানের অশালীন মন্তব্যের পর সমালোচনা...

 

তীব্র বিরোধিতা শুরু করেন নেটিজেনদের একাংশ...

 

মহিলাদের (Afghan Women) নিয়ে ওই তালিব যোদ্ধার মন্তব্যের পর জোর সমালোচনা শুরু হয়ে যায়। তালিবান যতই নিজেদের অতীত সংগঠনের চেয়ে পৃথক বলে দাবি করুক না কেন, মহিলাদের প্রতি তাদের বিদ্বেষ এখনও অব্যাহত বলে মন্তব্য করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, মহিলাদের এখনও পণ্যের চোখেই দেখে তালিবান। তালিব সদস্যের এই মন্তব্য তারই প্রমাণ বলে পালটা কটাক্ষ শুরু হয়ে যায় সামাজিক মাধ্যম জুুড়ে।