IPL Auction 2025 Live

তাইওয়ানে বৈধতা পেল সমকামী বিবাহ, এশিয়ায় এই প্রথম কোনও দেশ সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দিল

তাইওয়ানে বৈধতা পেল সমকামী বিবাহ। অনেক লড়াই, যুক্তি, তর্ক, চড়াই উতরাই শেষে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল।

সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পাওয়ার পর তাইওয়ানের রাস্তায উল্লাস। (Photo Credit: Wikimedia Commons)

১৭মে, ২০১৯:‌ তাইওয়ানে বৈধতা পেল সমকামী বিবাহ। অনেক লড়াই, যুক্তি, তর্ক, চড়াই উতরাই শেষে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এই প্রথম এশিয়ার কোনও দেশ সমকামী বিবাহকে (Gay marriage)আইনি স্বীকৃতি দিল। শুক্রবার তাইওয়ান পার্লামেন্ট (Taiwan parliament)সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেয়। আর তারপরেই গোটা তাইওয়ান ফেটে পড়ে আনন্দ উল্লাসে। তাইওয়ান পার্লামেন্টের বাইরে দেখা গেল হাজারেরও বেশি মানুষের মুখে হাসি এবং একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করছেন। সঙ্গে রয়েছে রামধনু পতাকা।

বিয়ের ক্ষেত্রে সমতা ফিরে পেয়ে আনন্দে আটখানা সমকামীরা। এদিন তাইওয়ান (Taiwan)পার্লামেন্টে সমকামী বিবাহ বিষয়টি নিয়ে ভোটাভুটি পর্যন্ত হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বিলটিকে সমর্থন করেন। পক্ষে ভোট পড়ে ৬৬টি আর বিরুদ্ধে ভোট পড়ে ২৭টি। স্বাভাবিকভাবেই বিলটি পাশ হয়ে যায় পার্লামেন্টে। বিলটি পাশ হয়ে যাওয়া মানেই তা আইনে পরিণত হয়। আর দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট থাই ইং ওয়েনের একই পদে থাকার রাস্তা পরিষ্কার হয়ে যায়। ২০২০ সালে এখানে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পাওয়ায় ফের তিনি ক্ষমতায় ফিরবেন বলে মনে করা হচ্ছে।