Subway Heading For Sale? সংস্থা বিক্রয়ের পথে সাবওয়ে! রিপোর্ট
খুব শীঘ্রই সংস্থাটি বিক্রয়ের পথে হাঁটতে চলেছে। সাবওয়ের আয়ের একটা বিপুল অংশ নির্ভর করে তার স্যান্ডউইচ চেনের উপর। সেই স্যান্ডউইচ চেন বিক্রির কথা ভাবনা চিন্তা করছে সংস্থা।
বিশ্বের অন্যতম জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান সাবওয়ের (Subway) প্রতিষ্ঠাতারা সংস্থাটি বিক্রয়ের ভাবনা চিন্তা করছেন। সহ প্রতিষ্ঠাতাদের পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ বেড়েছে সংস্থার উপর। নানা সদস্যের নানা মতামতের জেরে সংস্থাই এখন বিক্রয়ের পথে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই সংস্থাটি বিক্রয়ের পথে হাঁটতে চলেছে। সাবওয়ের আয়ের একটা বিপুল অংশ নির্ভর করে তার স্যান্ডউইচ চেনের উপর (Subway Sandwich)। সেই স্যান্ডউইচ চেন বিক্রির কথা ভাবনা চিন্তা করছে সংস্থা (Subway Heading For Sale)। যার আনুমানিক বাজার মূল্য হতে চলেছে ১০ বিলিয়ন মার্কিন ডলার।
সাবওয়ের (Subway) খাদ্য তালিকায় থাকা হরেক রকমের সুস্বাদু স্যান্ডউইচ (Subway Sandwich) খুব শিগগিরি অন্য কোন রেস্তোরাঁর মেনুতে যোগ হতে চলেছে। নিজের সংস্থা বিক্রয়ের জন্যে কোন কর্পোরেট ক্রেতা কিংবা ব্যক্তিগত ইকুইটি সংস্থা গুলিকেই আকৃষ্ট করতে চাইছে সাবওয়ে। তবে ভাবনা চন্তা গুলো এই মুহূর্তে খুবই প্রাথমিক স্তরে রয়েছে। ফলে সংস্থা বিক্রির বিষয়ে কোনরকম নিশ্চয়তা এখনও প্রকাশ করেননি সাবওয়ে প্রতিষ্ঠাতারা।