Bangladesh Interim Government: ইউনুসের দায়িত্বে প্রতিরক্ষা, শিক্ষা, রেলসহ ২৭টি গুরুত্বপূর্ণ মন্ত্রক, মন্ত্রী হয়েছেন ছাত্র নেতারাও
গত বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডঃ মহম্মদ ইউনুস। সবমিলিয়ে মোট ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন গতকাল।
গত বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডঃ মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। সবমিলিয়ে মোট ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন গতকাল। শুক্রবার হয়ে গেল বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব বন্টন। নোবেলজয়ী ইউনুসের দায়িত্ব রইল মোট ২৭টি মন্ত্রক। উপদেষ্টাদের মধ্যে দুই ছাত্র নেতা অর্থাৎ যাঁরা অ্যান্টি কোটা আন্দোলনের প্রধান মুখ ছিলেন সেই আসিফ মেহমুদ সজীব ভুঁইয়াকে দেওয়া হল যুুব ও ক্রীড়া মন্ত্রক এবং নাগিদ ইসলামকে ডাক মন্ত্রক এবং টেলি কমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে এম এস সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী, সালেউদ্দিন আহমেদ অর্থ, পরিকল্পনা মন্ত্রী, শারমিন মুরশিদ সমাজকল্যান মন্ত্রী, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, তৌহিদ হোসেন বিদেশমন্ত্রী, ফারিদা আখতার মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বন ও জলবায়ু মন্ত্রী, আলিদুর রহমান খান শিল্পমন্ত্রী, আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রী, নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিকল্যান মন্ত্রী।
অন্যদিকে মুখ্য উপদেষ্টা ইউনুসের হাতে রয়েছে রেল, শিক্ষা, প্রতিরক্ষা, মন্ত্রীপরিষদ, সড়ক ও সেতু, বানিজ্য, শ্রম ও কর্মসংস্থান, ভূমি, কৃষি, খাদ্য, সড়ক পরিবহন ও সেতু, অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, গৃহায়ণ ও গণপূর্ত ভবন, বিদ্যুত, বস্ত্র ও পাট, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন, নৌ পরিবহণ, জলসম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক, জ্বালানী ও খনিজ সম্পদ, পার্বত্য ও চট্টগ্রাম বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান, সংস্কৃতি, প্রাথমিক ও গণশিক্ষা, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগ।