Delivery Hero's Glovo Lay Off: কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে বিশ্বখ্যাত সংস্থা ডেলিভারি হিরো'স গ্লোভো
এই কর্মী ছাঁটাইয়ের ফলে সবথেকে বেশি প্রভাবিত হবে গ্লোভোর বার্সেলোনায় থাকা অফিসগুলো। বিশ্বব্যাপী থাকা কোম্পানির কর্মীদের মধ্যে ৬.৫ শতাংশকে ছাঁটাই করা হচ্ছে বলেও জানা গেছে।
বার্সেলোনা: সোমবার জার্মানির (Germany) ডেলিভারি হিরো (Delivery Hero) সংস্থার অংশ স্পেনের গ্লোভো (Spain's Glovo)-এর তরফে জানানো হল, তারা বিশ্বব্যাপী ২৫০ জন কর্মীকে ছাঁটাই করার (Lay Off) পরিকল্পনা নিয়েছে। করোনা ভাইরাসের (Covid-19) ফলে সৃষ্টি হওয়া মহামারির (pandemic) জন্য অর্ডারের পরিমাণ কমে গেছে। তাই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
এই কর্মী ছাঁটাইয়ের ফলে সবথেকে বেশি প্রভাবিত হবে গ্লোভোর বার্সেলোনায় (Barcelona) থাকা অফিসগুলো। বিশ্বব্যাপী থাকা কোম্পানির কর্মীদের মধ্যে ৬.৫ শতাংশকে ছাঁটাই করা হচ্ছে বলেও জানা গেছে।
একটি বিবৃতিতে সংস্থার চিফ এগজিকিউটিভ আধিকারিক জানিয়েছেন, এই কর্মী ছাঁটাইয়ের ফলে প্রভাব পড়বে সংস্থার সদর দপ্তর বার্সেলোনায়। ব্যবসার সহযোগী কর্মচারী, নিয়োগ ও তথ্য সংক্রান্ত বিভাগে এই ছাঁটাই প্রক্রিয়া চালানো হবে। কোনও কুরিয়ার, পিকার্স বা ফিল্ডে কাজ করা কর্মীদের উপর কোনও প্রভাব পড়বে না।
Delivery Hero's Glovo to lay off 250 employees worldwide https://t.co/LuXzvC5lUv pic.twitter.com/A0HHb49k2t
— Reuters (@Reuters)