Afghan Refugees: পাকিস্তানের পর ইরান থেকেও জোর পূর্বক তাড়ানো হচ্ছে আফগান শরণার্থীদের
আফগান শরণার্থীদের যাতে আফগানিস্তানে তড়িঘড়ি করে জোর পূর্বক পাঠানো না হয়, সে বিষয়ে প্রতিবেশী দেশগুলির কাছে আলেদন জানিয়েছেন তালিবান সরকার। তবে সে কথায় ভ্রুক্ষেপ না করে, পাকিস্তানের পর ইরান থেকেও বিতাড়িত করা হচ্ছে আফগানিস্তানের অসহায় মানুষদের।
দিল্লি, ৮ নভেম্বর: পাকিস্তানের পর ইরান। আফগান শরণার্থীদের হেনস্থার মাত্রা ক্রমশ বাড়ছে। এবার ইরানেও আফগান শরণার্থীদের হেনস্থা করা হচ্ছে বলে খবর। এমনকী ইরান আফগান শরণার্থীদের তাদের দেশে রাখবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। টোলো নিউজের খবর অনুযায়ী, ইরানে যে আফগান শরণার্থীরা রয়েছেন, তাঁদের যেমন আটক করা হচ্ছে, তেমনি পুলিশ দ্বারা হেনস্থার মাত্রাও বাড়ছে। আফগান শরণার্থীদের যাতে আফগানিস্তানে তড়িঘড়ি করে জোর পূর্বক পাঠানো না হয়, সে বিষয়ে প্রতিবেশী দেশগুলির কাছে আলেদন জানিয়েছেন তালিবান সরকার। তবে সে কথায় ভ্রুক্ষেপ না করে, পাকিস্তানের পর ইরান থেকেও বিতাড়িত করা হচ্ছে আফগানিস্তানের অসহায় মানুষদের।
তালিবান দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে বহু মানুষ পালিয়ে পাকিস্তান, ইরানে আশ্রয় নেন। এবার আফগান শরণার্থীদের যেমন দেশ থেকে বিতাড়নের কাজ শুরু করেছে পাকিস্তান, তেমনি ইরানের ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে। যা নিয়ে পড়শি দেশ আশ্রয় নেওয়া আফগান শরণার্থীরা সব সময় আতঙ্কে রয়েছেন।