Russia's Luna 25 Crashed: চাঁদে নামার আগেই ভেঙে পড়ল রাশিয়ার লুনা-২৫, পুতিনের তাড়াহুড়োতেই কি বিপর্যয়!
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কোণঠাসা দশা থেকে বেরিয়ে আসতে চাঁদ জয়কে পাখির চোখ করেছিল রাশিয়া।
চাঁদেও মুখথুবড়ে পড়ল পুতিনের নীতি। ৪৭ বছর চাঁদে যান পাঠিয়ে খালি হাতে ফিরছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কোণঠাসা দশা থেকে বেরিয়ে আসতে চাঁদ জয়কে পাখির চোখ করেছিল রাশিয়া। বিশ্বের কাছে বার্তা পাঠাতে ক দিন আগেই আচমকা লুনা-২৫ যানকে চাঁদের দক্ষিণ মেরু অভিযানে পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের চন্দ্রযান-৩-র আগেই পুতিনের লুনার-২৫ চাঁদে অবতরণ করবে তেমনটাই মনে করা হয়েছিল। কিন্তু শেষ অবধি চাঁদে নামার আগেই ভেঙে পড়ল লুনার-২৫।
চাঁদের কাছে এসে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাশিয়ার চন্দ্রযান। তারপর চাঁদের মাটিতে আছড়ে পড়ে। এই কথা জানিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকোসমোস। বিশেষজ্ঞরা বলছেন, লুনার-২৫কে চাঁদে দ্রুত পাঠাতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলেছে রাশিয়া। পুতিনের 'দেখিয়ে দিতে হবে' নীতি থেকেই কী লুনার-২৫ বিপর্যয়!
দেখুন টুইট
তবে লুনার-২৫ ভেঙে পড়লেও এখনও সব ঠিকঠাক আছে ভারতের চন্দ্রযান-৩। ২০১৯ সালের অগাস্টে ভারতের চন্দ্রযান-২ সফটওয়ার সমস্যার কারণে চাঁদে অবতরণের ঠিক আগে ভেঙে পড়েছিল। তবে বছর চারেক আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চন্দ্রযান-৩ সঠিক পথে এগোচ্ছে।