Predator Drones: ভারত-আমেরিকা ঐতিহাসিক চুক্তি, ৩১ টি প্রিডেটর ড্রোন কিনল কেন্দ্র

মঙ্গলবার সরকারি ভাবে ড্রোন কেনার কাজ সম্পন্ন হল। কবে এই ড্রোন ভারতে আসবে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রতীকী ছবি (ছবিঃX)

নয়াদিল্লিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের(United States Of America) সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করল ভারত। দীর্ঘ আলোচনার পর অবশেষে ৩১ টি শিকারি ড্রোন কিনল কেন্দ্রীয় সরকার(Central Govenment)। আজ, মঙ্গলবার সরকারি ভাবে ড্রোন কেনার কাজ সম্পন্ন হল। কবে এই ড্রোন ভারতে আসবে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে, ৩৫০ কোটির বিনিময়ে এই চুক্তি স্বাক্ষর হয়েছে, এই ৩ এমকিউ-৯ রিপার ড্রোনের(MQ9B Drones) দাম ভারতীয় মুদ্রায় ৩০ হাজার কোটি টাকা। ৩১ টি ড্রোনের মধ্যে ৮ টি করে ড্রোন দেওয়া হবে স্থল এবং বায়ুসেনাকে। আর বাকি ১৫ টি ড্রোন পাবে নৌসেনা। প্রসঙ্গত, এই বিশেষ ড্রোনের বিশেষত্য হল এটি ৪০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় একটানা ৪০ ঘণ্টা উড়তে পারে। পাশপাশি ২,১৫৫ কিলো ওজন বহনের ক্ষমতাও রয়েছে এই ড্রোনের। গত বছরই এই ড্রোন চুক্তিতে সবুজ সংকেত দিয়েছিল ওয়াশিংটন। আজ সেই চুক্তি চূড়ান্ত হল।

ভারত-আমেরিকা ঐতিহাসিক চুক্তি, ৩১ টি প্রিডেটর ড্রোন কিনল কেন্দ্র