Pakistan YouTuber: ভারত-পাকিস্তানের রুদ্ধশ্বাস ম্যাচ ঘিরে ইউটিউবারকে গুলি করে হত্যার অভিযোগ নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে
রবিবার ভারত-পাকিস্তানের রুদ্ধশ্বাস ম্যাচ ঘিরে এক পাকিস্তানি ইউটিউবারকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল এক নিরাপত্তাকর্মী বিরুদ্ধে।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে মাত্র ৬ বলে হারিয়ে জয় পেয়েছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে এখনও অবধি ভারত-পাকিস্তান সাতবার মুখোমুখি হয়েছে। তাঁর মধ্যে ছয়বারই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার তেমনই এক রুদ্ধশ্বাস ম্যাচ ছিল। আর সেই ম্যাচ ঘিরে এক পাকিস্তানি ইউটিউবারকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল এক নিরাপত্তাকর্মী বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) করাচির মোবাইল মার্কেট এলাকায়। রবিবার ভারতের বিরুদ্ধে খেলেছিল পাকিস্তান। দোকান, বাজার, শপিং মল সর্বত্র টিভির স্ক্রিনে চলছিল সেই ম্যাচের লাইভ সম্প্রচার। ইউটিউবার সাদ আহমেদ (Saad Ahmed) ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েই একটি ব্লগ রেকর্ড করছিলেন নিজের ইউটিউব চ্যানেলের জন্যে। মোবাইল মার্কেট এলাকায় সাধারণ মানুষ, দোকানদারদের সঙ্গে কথা বলে ম্যাচ সম্পর্কে তাঁদের কী মতামত তা জানতে চাইছিলেন। তেমনই এক দোকানের নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলতে যান সাদ। কিন্তু ইউটিউবার তাঁর সঙ্গে কথা বলতে এলে চোটে যান ওই নিরাপত্তাকর্মী। কোন কিছু না ভেবেই কাঁধ থেকে বন্দুক নামিয়ে সোজা গুলি চালিয়ে দেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় সাদকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোন লাভ হয়নি। চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ইউটিউবারের।
ইউটিউবারকে গুলি করে হত্যা...
রবিবার মোবাইল মার্কেট এলাকায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভিডিয়ো বানাতে যাওয়ার আগে নিজের এক বন্ধুকে সে কথা ফোনে জানিয়েছিলেন প্রয়াত ইউটিউবার সাদ আহমেদ। বন্ধুর মৃত্যু শোকে মর্মাহত ওই ব্যক্তি বললেন, পরিবারে উপার্জনকারী সদস্য হিসাবে সাদ একাই ছিলেন। ভালো আয়ের আশায় ইউটিউব ভিডিয়ো বানানো শুরু করেন সাদ। এদিন ভিডিয়ো রেকর্ড করতে যাওয়ার আগে তাঁকে জানিয়েই গিয়েছিলেন কিন্তু আধা ঘণ্টার মধ্যে আর এক বন্ধু ফোন করে জানায়, সাদকে গুলি করা হয়েছে।